Cancer Diet: কেবল কোভিডই নয়, ক্যানসারের ঝুঁকি থেকে দূরে থাকতে ডায়েটে রাখুন এই প্রোটিন

শরীরের ক্ষত মেরামতিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রোটিনের। আর তাই ক্যালোরি মেপে যেমন খাবার খাবেন তেমনই প্রোটিন খান বেশি করে

Cancer Diet: কেবল কোভিডই নয়, ক্যানসারের ঝুঁকি থেকে দূরে থাকতে ডায়েটে রাখুন এই প্রোটিন
এই সব প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন ডায়েটে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 12:25 PM

গত দু বছরে কোভিডের ( Covid-19) প্রকোপে ক্যানসার (World cancer day) নিয়ে আলোচনা খানিকটা কমই হয়েছে। বলা ভাল একরকম কোভিডের কারণে কিছুটা হলেও কোপ পড়েছিল ক্যানসার বিষয়ক সচেতনতায়। কোভিড যেমন এখনও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি তেমনই কিন্তু ক্যানসার আক্রান্তের ( Cancer Awareness) সংখ্যাও কমেনি। ফলে আমাদের ক্যানসারের কথা ভুললে চলবে না। বরং প্রথম থেকেই নিজের শরীরের খেয়াল রাখুন। কোনও রকম সমস্যা বা অসুবিধা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সেই সঙ্গে জীবনযাত্রাও হোক নিয়ন্ত্রিত। তবে যাঁরা ক্যানসারে আক্রান্ত তাঁদের অনেকেরই খাবার নিয়ে একটু সমস্যা হয়। সব রকমের খাবার তাঁরা খেতে পারেন না। খিদে মন্দা খুবই প্রকট হয়। এছাড়াও কেমোথেরাপির পরও কিন্তু অনেকে খেতে পারেন না। রেডিয়েশন, কেমোথেরাপি এসবের একটা পার্শ্বপ্রতিক্রিয়া তো থাকেই, আর তাই আগে থেকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য বেশি করে প্রোটিন খেতেই হবে। শরীর যাতে রোগের সঙ্গে পুরোপুরি লড়াই করতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে।

কোভিডের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চিকিৎসকেরা কিন্তু বার বার জোর দিয়েছেন প্রোটিনের উপর। সেই সঙ্গে পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়াও ক্যালোরি মেপে খাবার খাওয়ার চেষ্টা করুন। প্যাকেটজাত খাবার, বেশি ক্রিম-রং দেওয়া খাবার এসব এড়িয়ে চলুন। ফ্রিজে রাখা কোনও খাবার যদি তিন দিনের বেশি হয়ে যায় তাহলে তা কিন্তু একেবারেই খাবেন না। এছাড়াও অনেকক্ষণ ধরে কেটে রাখা ফল, অতিরিক্ত মিষ্টি রয়েছে এমন কোনও খাবারও কিন্তু এড়িয়ে চলাই ভাল।

যা কিছু রাখবেন রোজকার ডায়েটে 

ব্রাউন রাইস খান- ভাতের মধ্যে কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে থাকে। সেই সঙ্গে ভাত খাওয়ার সময় একটু বেশিই খাওয়া হয়ে যায়। আর তাই ভাতের থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারবেন ততই ভাল। ব্রাউন রাইসে ফাইবারের পরিমাণও বেশি। ফলে তা সহজেই হজম হয়ে যায়।

সবজি খান- প্রতিদিন বিভিন্ন রকম শাকসব্জি অবশ্যই রাখুন ডায়েটে। গাজর, ক্যাপসিকাম, টমেটো, ব্রোকোলি, ভুট্টার দানা, বেল পেপার এসব রঙিন সবজি বেশি করে খান। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট।

ফল খান- একবাটি করে ফল রোজ খান। পেঁপে, পেয়ারা, শসা, আপেল, সবেদা, শাঁখালু এসব ফল রাখুন। আঙুর খেতে পারেন। তবে কোনও ফল খাওয়ার আগে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।

টকদই খান- রোজকার ডায়েটে অবশ্যই রাখবেন একবাটি করে টক দই। বাড়িতে পাতা টকদই হলে সবচেয়ে ভাল। টকদই দিয়ে রাইতা বানিয়েও খেতে পারেন।

ডিম খান- প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খান। দেশি মুরগির ডিম খেতে পারলে ভাল। এছাড়াও চিকেন খান। বানিয়ে নিতে পারেন সবজি দিয়ে চিকেন স্ট্যুও।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Diabetes: হাই ব্লাড সুগার রয়েছে? কী ভাবে একে নিয়ন্ত্রণে রাখবেন! জানুন…