AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID Vaccine: কোভিড ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি? কী ভাবে বুঝবেন

ভ্যাকসিন থেকে সামান্য অ্যালার্জি সমস্যা হতেই পারে। কিন্তু তাই বলে পিছিয়ে নআসবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এগোন

COVID Vaccine: কোভিড ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি? কী ভাবে বুঝবেন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 12:22 AM
Share

কোভিডের টিকা ( Covid- vaccine) নেওয়ার পর অ্যালার্জির সমস্যা হতেই পারে। তা আহামরি জটিল কোনও সমস্যা নয়। কিন্তু টিকা নেওয়ার পর শরীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং রোগ-সমস্যা ক্রমশ জটিল হয়ে পড়ছে এরকমটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। আমেরিকার সেন্টারল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে যেমন জানানো হয়েছে, টিকা নেবার ৪ ঘন্টার মধ্যে অ্যালার্জির সমস্যা হতেই পারে। কিন্তু গুরুতর সমস্যা তখনই বলা হবে, যখন টিকা নেবার পরপরই অঅযানাফিল্যাক্সিস হয় এবং হাসপাতালে ভর্তি করে এপিনেফ্রিন দেওয়ার প্রয়োজন পড়ে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ টিকা দেওয়ার পর সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া গুলো হল- জ্বর, ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্লান্ত এবং দুর্বল লাগা। সেই সঙ্গে পেশির ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা গন্ধের সমস্যা, গলায় সংক্রমণ, সর্দি, ডায়ারিয়া, বমি বমি ভাব এসব তো থাকেই। JAMA নেটওয়ার্ক ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণার থেকে জানা গিয়েছে, যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে একমাত্র তাদের ক্ষেত্রেই ভ্যাকসিন পরবর্তী অ্যালার্জির সমস্যা জটিল হয় বা হতে পারে। অ্যানাফিল্যাক্সিসের সমস্যা হয়েছে, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে ৩১ শতাংশেরই আগে অ্যালার্জির সমস্যা ছিল। এই গবেষণায় প্রায় ৬৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। আর সেখানেই দেখা গিয়েছে মাত্র ৩১ শতাংশের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। ভ্যাকসিন থেকে অ্যালার্জি হওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই এই পলিসরবেট- ৮০ কেই দায়ী করা হচ্ছে। পলিথিন গ্লাইকোলের এই ডেরিভেটিভটি প্রচুর মানুষের মধ্যেই অ্যালার্জির সমস্যা তৈরি করে। এটি একটি ননিওনিক ডিটারজেন্ট, যা প্রোটিনকে দ্রবণ করতে ব্যবহার করা হয়। এছাড়াও ভ্যাকসিনেও এই উপাদান রয়েছে। আর এর থেকেই মূলত অ্যালার্জির সমস্যা আসে।

আর তাই যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁদের ভ্যাকসিন নেবার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার কথা বলা হয়। এবং বেশ কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন কেউ যদি নিয়মিত অ্যালার্জির ওষুধ খান তাহলে টিকা নেবার আগে ও পরে তাঁকে এই ওষুধ খাওয়া চালিয়ে যেতে হবে। আর যদি সাদারণ সর্দি, আমবাতের সমস্যা থাকে তাহলে কিন্তু টিকা নিতে কোনও দ্বিধা করবেন না।

যদি অন্য কোনও ওষুধ বা ইঞ্জেকশনে সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনি কোভিডের টিকা নিতে পারেন। এই অ্যালার্জির সমস্যা সাধারণত টিকা নেওয়ার ৪ ঘন্টার মধ্যেই শুরু হয়। যদি মনে হয় যে চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা নেবেন তাহলে অবশ্যই তাই করুন। আর ভ্যাকসিন নেওয়ার পর যদি গুরুচর পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে তাহলে কিন্তু দ্বিতীয় টিকা কিংবা বুস্টার ডোজ নিতে দেরি করবেন না। আর যদি ভ্যাকসিন নেওয়ার পর ত্বকে ফুসকুড়ি জাতীয় কোনও সমস্যা হয় তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কেন এই সমস্যা হল তা যেমন জানা জরুরি তেমনই কিন্তু সমস্যার ভয়ে পিছিয়ে আসাও ঠিক নয়।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: COVID booster shot: কোভিডের বুস্টার ডোজের পর অনেকেই দীর্ঘস্থায়ী এই সমস্যার সম্মুখীন হয়েছেন…