Common symptoms of omicron: কফ-সর্দি-কাশিই তৃতীয় তরঙ্গের মুখ্য উপসর্গ, তাই অবহেলা নয়!

সর্দি-কাশির সমস্যা অবহেলা নয়। নিয়মিত ওষুধ, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। সাবধানে থাকুন...

Common symptoms of omicron: কফ-সর্দি-কাশিই তৃতীয় তরঙ্গের মুখ্য উপসর্গ, তাই অবহেলা নয়!
কাশির সঙ্গে কফের সমস্যাই মুখ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 11:47 AM

ওমিক্রন কোভিডের তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরাও স্বীকার করে নিয়েছেন এই কথা। আর এই ওমিক্রন কিন্তু ভীষণ সংক্রামক। অল্প সময়েই দ্রুত সংক্রমিত হচ্ছে। ডেল্টার তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। এছাড়াও ওমিক্রনের উপসর্গ আর সাধারণ উপসর্গের মধ্যে তেমন কোনও ফারাক নেই। সর্দি-জ্বর, নাক দিয়ে জল পড়া, কফ, কাশি, মাথা ধরে থাকা এগুলোই কিন্তু ওমিক্রনের উপসর্গ।

শীতে ঠান্ডা লাগার সমস্যায় সকলেই ভোগেন। এছাড়াও নানা রকম ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রকোপ বেশি থাকে। যাঁরা টনসিলের সমস্যায় ভোগেন তাঁদেরও কিন্তু এই শীতের সবচেয়ে বেশি ভুগতে হয়। ঘরে ঘরেই লেগে আছে সর্দি-কাশি-নাক বন্ধের সমস্যা। ফলে তা সাধারণ ফ্লু নাকি কোভিড অনেকেই তা বুঝতে পারছেন না। যে কারণে এই উপসর্গ যদি ৩ দিনের বেশি থাকে তাহলে অবশ্যি কোভিড পরীক্ষা করান। এছাড়াও যদি ডায়ারিয়া, জ্বর, মাথাব্যথার মত সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার RT-PCR পরীক্ষা করাবেন।

এবার কোভিডের রোগ লক্ষণ কিন্তু ততটাও তীব্র নয়। জ্বর, গলা ব্যথা, কাশি এই পর্যন্তই। শ্বাসকষ্টের সমস্যা কিংবা ফুসফুসে সংক্রমণের মত উপসর্গ নেই বললেই চলে। যে কারণে সরীরে অক্সিনেমের মাত্রা কমে যাওয়া কিংবা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর মত প্রয়োজন পড়ছে না। তবে আগের কোভিডেই কিন্তু এই সব সমস্যা ছিল। শুকনো কাশি, শুকনো কফ শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এগুলোই ছিল প্রধান। কিন্তু এবার শুকনো কাশির সমস্যা তুলনায় কম। গলায় ব্যথা, কাশি, গলা চুলকোনো এসব তো আছেই।

সেই সঙ্গে কফ-সর্দির সমস্যা বেশি। জয়পুরের সাওয়াই মান সিং মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুধীর ভাদাড়ি যেমন বলেন, কোভিডের তৃতীয় ঢেউয়ে যাঁরা সংক্রমিত হয়েছেন তাঁরা কেউই এখনও শুকনো কাশির সমস্যা বলেননি। বরং সর্দি, কাশলে কফ উঠে আসছে, কফ বসেছে এই সব সমস্যার কথা বলছেন। বেশির ভাগের ক্ষেত্রেি কিন্তু কাশির সঙ্গে কফ উঠে আসছে। সংক্রমণের প্রথম দিকে অনেকের ক্ষেত্রে জ্বরও থাকছে। যদিও সেই জ্বর তিনদিনের বেশি নয়।

এছাড়াও বাকি লক্ষণও তীব্র নয়।  এখনও পর্যবন্ত যাঁদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে এবং কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের ঘাটতি লক্ষ্য করা যায়নি। ফুসফুসের সমস্যার কথাও কেউ বলেননি। গত দুই ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের সবার ক্ষেত্রেই কিন্তু অক্সিজেনের সমস্যা ছিল। শ্বাসকষ্টও ছিল। যে কারণে এবার এই কফ-সর্দির সমস্যার জন্যই পজিটিভ রিপোর্ট আসছে বেশি সংখ্যায়।

আরও পড়ুন: Omicron Update In India: কোভিডের এই সামান্য ভুল থেকেই আসে পরবর্তী জটিলতা…

আরও পড়ুন: Coronavirus: ওমিক্রনের মৃদু সংক্রমণ হলেও কিন্তু থেকে যাচ্ছে দীর্ঘ রোগভোগের সম্ভাবনা! যা জানবেন…