Pandemic and Periods: মেয়েদের ঋতুচক্রেও থাবা বসিয়েছে অতিমারি! বলছে গবেষণা…
Period Problem: কোভিড থেকে সেরে ওঠার পর এবং কোভিড টিকা নেওয়ার পর একাধিক মেয়েই পিরিয়ডস সংক্রান্ত সমস্যায় ভুগছেন। যদিও গবেষায় এখনও পর্যন্ত এর সঠিক কোনও প্রমাণ মেলেনি
কোভিড-১৯ (Covid-19) আমাদের সকলের জীবনেই নানা ভাবে প্রভাব বিস্তার করেছে। গত দু বছর ধরে গৃহবন্দি থাকার ফলে আমাদের সকলের জীবনেই নানা পরিবর্তন এসেছে। মানুষ যেমন মানুষকে চিনতে শিখেছে তেমনই কিন্তু প্রকট হয়েছে বাস্তববোধ। অনেকেই যেমন কোভিডে প্রিয়জনকে হারিয়েছেন তেমনই আবার অনেকেই কোভিডকে জয় করেছেন। তবে কোভিড (Post Covid) পরবর্তী একাধিক স্বাস্থ্য সমস্যা জাঁকিয়ে বসেছে। আর সেই তালিকায় ডায়াবিটিস থেকে শুরু করে কোলেস্টেরলের সমস্যা, উচ্চরক্তচাপ, ওবেসিটি, হরমোনের সমস্যা-সহ একাধিক অসুখ রয়েছে। তবে কোভিডে আক্রান্ত হওয়ার পর এবং কোভিড টিকা নেওয়ার পর সিংহভাগ মহিলাই মানসিক সংক্রান্ত সমস্যায় ভুগেছেন। কোভিডে সকলেরই কম-বেশি মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে। কিন্তু তার উপর মাসিকের (Periods) সমস্যা যেন হঠাৎ করেই জটিল হয়ে গিয়েছে।
সাধারণ ভাবে ২৮ দিনের ঋতুচক্র স্বাভাবিক। তবে সবার ক্ষেত্রেই যে এই সময়সীমা এক তা কিন্তু নয়। সময় এবং মানুষভেদে তা কিন্তু আলাদা হয়। কিছু জনের রক্তপাতের পরিমাণ তুলনায় বেশি তাঁদের ক্ষেত্রে এই চক্রেপ স্থায়িত্বও বেশি হয়। আবার দৈহিক গড়ন এবং ওজনের উপরও কিন্তু নির্ভর করে ঋতুচক্রের প্রভাব। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অনস্ট্রেটিক্সের মতে- গড়ে ৮ দিন পর্যন্ত ঋতুচক্র স্বাভাবিক ঘটনা। এই মাসিক চক্র ডিম্বাশয়ের পাশাপাশি মস্তিষ্কের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোনের যৌন মিশ্রণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যা একত্রে HPG (Hypothalamic-Pituitary-Gonadal Axis) নামে পরিচিত। যা ডিম্বাশয় থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তবে অতিরিক্ত বেশি শরীরচর্চা, ওয়েট লিফটিং এবং অতিরিক্ত মাত্রায় ডায়েটের ফলেও কিন্তু প্রভাব পড়ে মাসিকচক্রে। অতীতে বেশ কিছু গবেষণায় স্ট্রেসের সঙ্গেও মাসিকের পরোক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছে।
লকডাউনে সকলেরই কম-বেশি মানসিক স্বাস্থ্য বিঘ্নিত। ফলে বেড়েছে স্ট্রেস, হতাশা। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৬ শতাংশ মহিলা জানিয়েছেন কোভিড পরবর্তী সময়ে তাঁদের পিরিয়ডস সংক্রান্ত জটিলতা বেড়েছে। যা আগে একেবারেই ছিল না। এর কারণ হিসেবে একটি পয়েন্ট হল স্ট্রেস। এছাড়াও স্ট্রেস এড়াতে অনেকেরই মদ্যপানের পরিমাণ বেড়েছে। ওজন বেড়েছে- এই সবও কিন্তু প্রভাব ফেলেছে মাসিক চক্রে। ভ্যাকসিন নেওয়ার পর পিরিয়ডসের সময়ে রক্তপাতের পরিমাণ এবং দিন সংখ্যা কমেছে- এমন অভিযোগ অনেকেই করেছেন। যদিও বিষয়টি নিয়ে তেমন কোনও গবেষণা হয়নি। তবে আমেরিকায় যে কয়েকটি গবেষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভ্যাকসিন মাসিক চক্রে প্রভাব ফেলছে এমন কোনও প্রমাণ এখনও নেই।
তবে আশ্চর্যজনক ভাবে যে সব মহিলা ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছেন তাঁদের মাসিক চক্র নির্ধারিত দিনগুলির থেকে ২ দিন কমে গিয়েছে। ৫,৫০০ জনের উপর যে সমীক্ষা চালানো হয়েছিল তাতেই পাওয়া গিয়েছে এই প্রমাণ। ৩৮ শতাংশ এই একই সমস্যার কথা বলেছেন। বেশ কিছু বিশেষজ্ঞ যেমন জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হলে একাধিক প্রদাহ জনিত সমস্যা আসে শরীরে। সেখান থেকেই সমস্যা হতে পারে মাসিকে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Prediabetes: সুগার কি বাড়ছে? যে ৫ লক্ষণে বুঝবেন…