Healthy teeth: মাড়ি থেকে কি প্রায়ই রক্ত পড়ে? অবহেলা নয়, কাজে লাগান এই অব্যর্থ ঘরোয়া টোটকা…
নারকেল বা তিলের তেল জলে মিশিয়ে বার বার মুখ ধুলেও দাঁতের সংক্রমণ জনিত সমস্যা দূর হয়। এছাড়াও মাড়িতে লাগাতে পারেন নারকেল তেল। এতেও কিন্তু মুক্তি পাবেন ব্যথার হাত থেকে।
অনেকেরই মাঝে মাঝে মাড়ি থেকে রক্তক্ষরণ ( Bleeding Gum) হয়। আর এই রক্তক্ষরণ কিন্তু একেবারেই ভাল জিনিস নয়। মাড়ি থেকে রক্তক্ষপণ হলে মাড়িতে ( Gum infection) ব্যথাও হয়। অনেক সময় শক্ত ব্রাশ ( Brush Twice) ব্যবহার করার ফলে বা অন্য কোনও কারণের জন্য কিন্তু রক্তক্ষরণ হতেই পারে। আর তাই এমন সমস্যা হলে মোটেই ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। অনেক সময় সংক্রমণ যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ক্যানসারের সম্ভাবনাও থেকে যায়। লখনউয়ের দন্ত চিকিৎসক ডাঃ দামিনী আগরওয়াল যেমন জানান, অনেকেই দাঁতের সঠিক যত্ন নিতে ভুলে যান। যেখান থেকে অনেক রকম সমস্যা আসে। দাঁতের যত্ন নেওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যবিধির একটা অংশ।
দামিনী আরও জানান, যদি ব্রা করার সময় মাড়ি থেকে রক্তপাত হয় তাহলে আপনি হয়ত জিঞ্জিভাইটিসে ভুগছেন। এক্ষেত্রে সাবধান যেমন হতে হবে তেমনই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। কারণ তিনিই আপনাকে সঠিক চিকিৎসকার পথ বাতলে দেবেন। তবে এক্ষেত্রে আপনি মেনে চলতে পারেন ঘরোয়া কিছু টোটকা। এতে হয়ত সাময়িক কাজ হবে, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কিন্তু ভুলবেন না।
লবঙ্গ তেল- দাঁতের যে কোনও সমস্যায় খুব ভাল কাজ করে লবঙ্গ। লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করে। সেই সঙ্গে যে কোনও সংক্রমণজনিত সমস্যা থেকে দূরে রাখে। আর তাই লবঙ্গ মুখে রাখুন কিংবা ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল। এতে কিন্তু দাঁতের ব্যথা কিংবা মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা বন্ধ হয় তাড়াতাড়ি।
অ্যালোভেরা জেল- মাড়ির সমস্যায় অ্যালোভেরা জেলও কিন্তু ভাল কাজ করে। অ্যালোভেরা জেল মাড়িতে কিছুক্ষণ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেও কিন্তু আরাম পাবেন। আবার নিয়মিত অ্যালোভেরার জুস খেতে পারলেও এই সমস্যার সমাধান হয়।
নিয়মিত ব্রাশ করুন- প্রতিদিন অন্তত দুবার করে ব্রাশ করুন। এতে দাঁত থাকবে পরিষ্কার। সেই সঙ্গে মুখে কোনও রকম সংক্রমণ হবে না। এছাড়াও মুখে দুর্গন্ধ, ঘা, পুঁজ এরকম সমস্যাও আসবে না। ছোট থেকেই এই অভ্যাস গড়ে তুলুন।
ফল-সবজি খান- ফলের জুস নয়, তাজা ফল চিবিয়ে খান। যত ভাল করে খাবার চিবিয়ে খাবেন ততই কিন্তু তা দাঁতের জন্য ভাল। এছাড়াও রোজকার ডায়েটে রাখুন শাক, সবজি। এতে শরীর প্রয়োজনীয় খনিজ, ভিটামিন পুষ্টি পাবে। অনেক সময় অপুষ্টিজনিত কারণ থেকেও কিন্তু এমন সমস্যা হতে পারে।
গরম জলে নুন দিয়ে গার্গল- খুব বেশি গরম জল নেবেন না। এতে হিতে বিপরীত হবে। বরং ইষদুষ্ণ জল নিয়ে তাতে এক চামচ নুন ফেলে বারবার গার্গল করুন। কুলি করুন। এতে মুখের সংক্রমণ কিংবা দুর্গন্ধ জনিত সমস্যা অনেকটাই দূর হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।