AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Conjunctivitis: রাজ্য জুড়ে স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়ছে কনজাংটিভাইটিস, কী ভাবে করবেন প্রতিরোধ

Eye Infection: চোখের সংক্রমণ থেকে দূরে থাকতে রোদচশমা ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে ড্রপ দোবেন না

| Edited By: | Updated on: Oct 20, 2022 | 7:26 AM
Share
আজ থেকে প্রায় ২০ বছর আগে এই রোগটির প্রকোপ ছিল বাড়াবাড়ি রকমের। ফি বছর স্কুল, অফিস থেকে বাড়ি ফেরার সময় লাল চোখ নিয়ে ফিরত লোকজন। চলতি ভাষায় এই রোগকে বলা হয় জয় বাংলা। কেউ বলে চোখ ওঠা। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে বলে কনজাংটিভাইটিস। এটি চোখের একরকম সংক্রমণ।

আজ থেকে প্রায় ২০ বছর আগে এই রোগটির প্রকোপ ছিল বাড়াবাড়ি রকমের। ফি বছর স্কুল, অফিস থেকে বাড়ি ফেরার সময় লাল চোখ নিয়ে ফিরত লোকজন। চলতি ভাষায় এই রোগকে বলা হয় জয় বাংলা। কেউ বলে চোখ ওঠা। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে বলে কনজাংটিভাইটিস। এটি চোখের একরকম সংক্রমণ।

1 / 6
এই রোগ স্কুল থেকেই বেশি ছড়ায়। কোনও একটি বাচ্চা প্রথমে স্কুলে কনজাংটিভাইটিস নিয়ে আসে। সেখান থেকেই আক্রান্ত হয় আরও অনেকে। এর জন্য দায়ী মূলত অ্যাডিনো ভাইরাস। এছাড়াও বেশ কিছু ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এই অসুখ। তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়।

এই রোগ স্কুল থেকেই বেশি ছড়ায়। কোনও একটি বাচ্চা প্রথমে স্কুলে কনজাংটিভাইটিস নিয়ে আসে। সেখান থেকেই আক্রান্ত হয় আরও অনেকে। এর জন্য দায়ী মূলত অ্যাডিনো ভাইরাস। এছাড়াও বেশ কিছু ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এই অসুখ। তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়।

2 / 6
চোখ লাল হয়ে ফুলে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখ ব্যথা এসবই হল কনজাংটিভাইটিসের প্রধান কারণ।

চোখ লাল হয়ে ফুলে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখ ব্যথা এসবই হল কনজাংটিভাইটিসের প্রধান কারণ।

3 / 6
তবে বাচ্চাদের মধ্যেই এই সংক্রমণ সবচাইতে বেশি হয়। কারণ বাচ্চারা একে অন্যের সঙ্গে বেশি মেলামেশা করে। চোখে হাত দেয়। ফলে খুব সহজেই রোগ ছড়ায়। এই অসুখ খুই ছোঁয়াচে। আর তাই কনজাংটিভাইটিস হলে সাবধানে থাকা উচিত। যতটা দূরে থাকা যায় ততই ভাল।

তবে বাচ্চাদের মধ্যেই এই সংক্রমণ সবচাইতে বেশি হয়। কারণ বাচ্চারা একে অন্যের সঙ্গে বেশি মেলামেশা করে। চোখে হাত দেয়। ফলে খুব সহজেই রোগ ছড়ায়। এই অসুখ খুই ছোঁয়াচে। আর তাই কনজাংটিভাইটিস হলে সাবধানে থাকা উচিত। যতটা দূরে থাকা যায় ততই ভাল।

4 / 6
কনজাংটিভাইটিস হলে খুব সাবধানে থাকা উচিত। চোখ চুলকোলেও বার বার হাত দেওয়া উচিত নয়। হাত পরিষ্কার রাখতে হবে। চোখে কোনও কাপড় দেওয়া চলবে না। যত বেশি চোখ চুলকোবেন ততই বেশি সমস্যা।

কনজাংটিভাইটিস হলে খুব সাবধানে থাকা উচিত। চোখ চুলকোলেও বার বার হাত দেওয়া উচিত নয়। হাত পরিষ্কার রাখতে হবে। চোখে কোনও কাপড় দেওয়া চলবে না। যত বেশি চোখ চুলকোবেন ততই বেশি সমস্যা।

5 / 6
সেই সঙ্গে আলোতে বিশেষ না বেরনোই ভাল। তিন থেকে চারদিন লাগে এই সংক্রমণ দূর করতে। বাইরে বেরোলে অবশ্যই চোখে রোদ চশমা রাখা উচিত।

সেই সঙ্গে আলোতে বিশেষ না বেরনোই ভাল। তিন থেকে চারদিন লাগে এই সংক্রমণ দূর করতে। বাইরে বেরোলে অবশ্যই চোখে রোদ চশমা রাখা উচিত।

6 / 6