ভাণ্ডারা জেলা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ১০ শিশুর
ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, রাত দুটো নাগাদ আগুন লাগে। এসএনসিইউ-এ ভর্তি থাকা ১৭ জনের মধ্যে ১০ শিশুর মৃত্যু হয়েছে।
ভাণ্ডারা: মর্মান্তিক দুর্ঘটনা! মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা হাসপাতালে ভয়াবহ আগুনে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ শিশুর। এই ঘটনায় শিহরিত গোটা দেশ। শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, হৃদয় বিদারক দুর্ঘটনা।
হাসপাতাল সূত্রের খবর, ভোর দুটো নাগাদ আগুন লাগে হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। ১৭ শিশু ওই ইউনিটে ভর্তি ছিল। তাদের প্রত্যেকের বয়স ৩-৪ মাসের মধ্যে। ঘটনাস্থলে দমকলের কর্মীরা পৌঁছয়। উদ্ধার করা হয় ৭ শিশুকে। বাকিদের উদ্ধার করা যায়নি বলে খবর। মনে করা হচ্ছে, শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও, আতঙ্কে রয়েছেন অন্যান্য রোগীরা।
Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021
ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, রাত দুটো নাগাদ আগুন লাগে। এসএনসিইউ-এ ভর্তি থাকা ১৭ জনের মধ্যে ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়। তাঁর কথায়, “নবজাতক কেয়ার ইউনিট থেকে ধোঁয়া লক্ষ্য করেন এক নার্স। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের তিনি জানান।” চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর পৌঁছয় দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, শর্ট সার্কিটে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে ‘পিচ’ তৈরিতে প্রবীণ নেতাদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে সোনিয়া গান্ধী
এ ঘটনায় টুইটে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বান্দ্রার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে ব্যাখ্য়া করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও দুঃখপ্রকাশ করেছেন। এই ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক , পুলিস সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয় বলে জানা গিয়েছে।