I.N.D.I.A Coordination Committee: নেই মমতা-রাহুল-সনিয়া! ১৪ জন সদস্য নিয়ে তৈরি হল ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটি

ভবিষ্যতে ইন্ডিয়া জোটের বিভিন্ন কর্মসূচি ও দৈনিক বিভিন্ন কাজকর্ম পরিচালনা করবে এই কমিটি। তবে এই কমিটিতে নেই রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কোঅর্ডিনেশন কমিটিতে।

I.N.D.I.A Coordination Committee: নেই মমতা-রাহুল-সনিয়া! ১৪ জন সদস্য নিয়ে তৈরি হল ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটি
বিরোধী জোটের বৈঠক।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 4:03 PM

মুম্বই: মুম্বইয়ের বৈঠকে কোঅর্ডিনেশন কমিটি তৈরি হল ইন্ডিয়া জোটের। শুক্রবার সেই কমিটির ঘোষণা করা হয়েছে। ১৪ জন সদস্য নিয়ে তৈরি করা হয়েছে এই কমিটি। দেশের প্রধান বিরোধী দলগুলির প্রতিনিধিদের রাখা হয়েছে এই কমিটিতে। ভবিষ্যতে ইন্ডিয়া জোটের বিভিন্ন কর্মসূচি ও দৈনিক বিভিন্ন কাজকর্ম পরিচালনা করবে এই কমিটি। তবে এই কমিটিতে নেই রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কোঅর্ডিনেশন কমিটিতে।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) গঠিত হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে এক জোট হয়েছে দেশের অধিকাংশ বিরোধী দল। মুম্বইয়ের বৈঠকে আসন সমঝোতা ও লোগো প্রকাশ না হলেও এই জোটের কাজকর্ম পরিচালনা ও তার দেখভালের জন্য তৈরি করা হল কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটিতে রয়েছেন-

কেসি বেণুগোপাল, কংগ্রেস শরদ পাওয়ার, এনসিপি এমকে স্ট্যালিন, ডিএমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সঞ্জয় রাউত, শিবসেনা (উদ্ধব) তেজস্বী যাদব, আরজেডি লালন সিং, জেডিইউ রাঘব চাড্ডা, আম আদমি পার্টি হেমন্ত সোরেন, জেএমএম যাদব আলি খান, সমাজবাদী পার্টি ডি রাজা, সিপিআই ওমর আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্স মেহবুবা মুফতি, পিডিপি এই তালিকায় সিপিআইএমেরও এক জন প্রতিনিধি থাকবেন। তবে তাঁর নাম এখনও জানানো হয়নি।

কোঅর্ডিনেশন কমিটিতে অনেক দলেরই প্রথম সারির নেতাদের রাখা হয়নি। যেমন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদরা নেই এই কমিটিতে। কিন্তু জোটের নীতিনির্ধারণের শেষ কথা বলবেন এই সমস্ত নেতারাই। কিন্তু নীতি নির্ধারণ ছাড়াও লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত বিভিন্ন কর্মসূচি নিতে হবে জোটকে। কোথায় কখন কোন কর্মসূচি নেওয়া হবে জোটের তরফে। কী ভাবে তা রূপায়িত হবে। এ সব কাজকর্ম পরিচালনা করবে এই কমিটি। পাশাপাশি আসন রফা জোটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি বা দুটি বৈঠক থেকেই গোটা দেশের আসন সমঝোতা করে ফেলা সম্ভবপর নয়। তা নিয়েও ভবিষ্যতে আলোচনা করবে এই কোঅর্ডিনেশন কমিটি। পাশাপাশি ইন্ডিয়া জোটের একটি পার্টি অফিস খোলা হতে পারে। কোথায় তা অবস্থিত হবে, সেই বিষয়ও দেখবে এই নবগঠিত কমিটি।