বিয়েবাড়ি থেকে আর হল না ফেরা! মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল ৬ শিশু-সহ ১৪ জনের প্রাণ

TV9 বাংলা ডিজিটাল: বিয়েবাড়ি থেকে ফিরছিলেন প্রত্যেকে। রাতে প্রায় তখন প্রত্যেকেই আচ্ছন্ন, ক্লান্ত। কারোর কারোর চোখ লেগে এসেছিল। বোধহয় চালকেরও সেই অবস্থাই হয়েছিল। আর সেই ক্ষণিকেই ভুলেই চলে গেল ১৪টা তরতাজা প্রাণ। তার মধ্যে ৬টি শিশুও রয়েছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা যখন ছুটে এসেছেন, ততক্ষণে গাড়ির ভিতর দলা পাকিয়ে গিয়েছে দেহগুলো। রাস্তায় চাপ চাপ রক্ত! […]

বিয়েবাড়ি থেকে আর হল না ফেরা! মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল ৬ শিশু-সহ ১৪ জনের প্রাণ
বিয়েবাড়ি থেকে আর হল না ফেরা! মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল ৬ শিশু-সহ ১৪ জনের প্রাণ
Follow Us:
| Updated on: Nov 20, 2020 | 7:09 AM

TV9 বাংলা ডিজিটাল: বিয়েবাড়ি থেকে ফিরছিলেন প্রত্যেকে। রাতে প্রায় তখন প্রত্যেকেই আচ্ছন্ন, ক্লান্ত। কারোর কারোর চোখ লেগে এসেছিল। বোধহয় চালকেরও সেই অবস্থাই হয়েছিল। আর সেই ক্ষণিকেই ভুলেই চলে গেল ১৪টা তরতাজা প্রাণ। তার মধ্যে ৬টি শিশুও রয়েছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা যখন ছুটে এসেছেন, ততক্ষণে গাড়ির ভিতর দলা পাকিয়ে গিয়েছে দেহগুলো। রাস্তায় চাপ চাপ রক্ত! যোগী রাজ্য (UP) মর্মান্তিক পথদুর্ঘটনার (Road Accident) দৃশ্য দেখে শিউরে উঠল দুঁদে পুলিস কর্তারাও।

বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে (Pratapgarh) প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে একটি এসইউভি গাড়ি একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। পুলিস সূত্রের খবর, চাকা পাংচার হওয়ার কারণে রাস্তার মাঝেই দাঁড়িয়েছিল লরিটি। সেসময় দ্রুতগতিতে এসে গাড়িটিই ধাক্কা মারে লরিটিকে। গতি বেশি থাকার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, চালকের চোখ কোনওভাবে লেগে এসেছিল, তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।  ১৪ জন যাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘বিভিন্ন পদ থেকে সরানো হয়েছিল সৌমিত্রকে, মৃত্যুর পর নাটক হল’, বিস্ফোরক অধীর

মৃতদের মধ্যে ৬টি শিশু এবং বাকি ৮ জন পুরুষ। তাদের প্রত্যকের দেহ উদ্ধার করা হয়েছে। এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ গোটা গ্রাম।

মৃতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।