Jharkhand Assault: নাবালিকাকে ধর্ষণের চেষ্টা অটোচালকের, বাধা দিতেই চরম শাস্তি

Physical Assault Case: দুমকা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ ওই নাবালিক বাসুকিনাথ বাসস্ট্যান্ডে পৌঁছেছিল। সেখান থেকে রামগড় নিবাসী কাকার বাড়িতে রওনা দেওয়ার কথা ছিল।

Jharkhand Assault: নাবালিকাকে ধর্ষণের চেষ্টা অটোচালকের, বাধা দিতেই চরম শাস্তি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 12:30 PM

দুমকা: ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ভয়ানকভাবে মারধর করে অচৈতন্য অবস্থায় নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের দুমকা জেলায় এই ঘটনাটি ঘটেছে। এক অটো রিকশা চালক ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল বলেই জানা গিয়েছে। ওই নাবালিকা যখন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন তাঁকে শারীরিক নির্যাতন করে ওই অটোচালক, রবিবার এমনটা জানিয়েছে পুলিশ। নাবালিকাকে এমনভাবে মারধর করা হয়েছে, যে তাঁর ডান পা ভেঙে গিয়েছে। এমনকী ওই নাবালিকার মুখে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুমকার সরকারি হাসপাতালে নির্যাতিতা তরুণীর চিকিৎসা চলছে।

দুমকার এসডিপিও নূর মুস্তাফা আনসারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই অপরাধ করেছে। এই ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।” যদিও এই ঘটনায় জেলায় শিশু কল্যাণ কমিটির ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে এবং নির্যাতিতা নাবালিকা ও ঠাকুমার বয়ান রেকর্ড করেছে। সিডাব্লুউসির চেয়ারম্যান অমরেন্দ্র কুমার, মহিলা সদস্য নূতন বালা এবং অন্যতম সদস্য রাজকুমার উপাধ্যায় রবিবার হাসপাতাল পরিদর্শন করে নির্যাতিতা নাবালিকার বয়ান রেকর্ড করেছে।

দুমকা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ ওই নাবালিক বাসুকিনাথ বাসস্ট্যান্ডে পৌঁছেছিল। সেখান থেকে রামগড় নিবাসী কাকার বাড়িতে রওনা দেওয়ার কথা ছিল। সেই সময়ই এক অটোচালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলা। ওই অটোটিতে আগে থেকে আরও এক মেয়ে বসেছিল। অটোতে উঠে প্রায় আধ ঘণ্টা গন্তব্যের দিকে যাওয়ার পর, অটোচালক দু’জনকে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়। আগে থেকে বসে থাকা মেয়েটি কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, এই নাবালিকা সেখান থেকে পালাতে পারেনি। সেই সময় অটোচালক তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

নির্যাতিতা নাবালিকা প্রশাসনকে বলেছে, “আমি তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে লাঠি দিয়ে মেয়ে অচৈতন্য করে দিয়েছিল। তারপরই আমাকে রাস্তার ধারে ছুড়ে ফেলে দিয়েছিল। শনিবার সারারাত আমি সেখানেই শুয়ে ছিলাম। রবিবার সকালে কোনওক্রমে মূল রাস্তায় উঠে সাহায্য প্রার্থনা করছিলাম।” পুলিশ জানিয়েছে, নাবালিকাকে ওই অবস্থায় দেখতে পেরে স্থানীয় বাসিন্দারা মহিলা থানায় খবর দিয়েছিল, পুলিশ এসে নাবালিকা উদ্ধার করে।