Manish Sisodia: বিজেপিতে যোগ দিলেই তদন্ত বন্ধ হবে, বিস্ফোরক দাবি সিসোদিয়ার

Manish Sisodia: গত সপ্তাহেই শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ২০২১-২২ সালে দিল্লিতে যে নতুন আবগারি নীতি চালু করা হয়েছিল, সেই নীতিতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

Manish Sisodia: বিজেপিতে যোগ দিলেই তদন্ত বন্ধ হবে, বিস্ফোরক দাবি সিসোদিয়ার
ফাইল ছবি (সৌজন্যে:PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 1:13 PM

নয়া দিল্লি: আম আদমি পার্টির বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হতেই এবার বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিন সকালেই তিনি দাবি করেন, বিজেপি থেকে তিনি একটি মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে সিসোদিয়া যদি আম আদমি পার্টি ভাঙিয়ে বিজেপিতে যোগ দেন, তবে যাবতীয় সিবিআই ও ইডি তদন্ত তুলে নেওয়া হবে। বিজেপির প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিজেপিতে যোগ দেওয়ার বদলে আমি নিজের মাথা কেটে ফেলা বেশি পছন্দ করব।”

এদিন সকালেই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে লেখেন, “আমার কাছে বিজেপির বার্তা এসেছে- আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তবে সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির উদ্দেশে আমার জবাব- আমি মহারাণা প্রতাপের বংশধর, আমি রাজপুত। আমি মাথা কেটে ফেলব, তবুও দুর্নীতিগ্রস্ত-চক্রান্তকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা যাবতীয় মামলা মিথ্যা। যা করার করে নিন।”

উল্লেখ্য, রাজ্যের তৃণমূল সরকারের তরফেও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে বারংবার। ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব খাড়া করে তৃণমূলের দাবি, বিজেপিতে যোগ দিলেই সব দোষ মাফ হয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ হয়ে যায়। আর বিজেপিতে যোগ না দিলেই, তাদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের তদন্ত শুরু করা হয়।

গত সপ্তাহেই শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ২০২১-২২ সালে দিল্লিতে যে নতুন আবগারি নীতি চালু করা হয়েছিল, সেই নীতিতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকার বিনিময়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে বেআইনিভাবে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাই আবগারি নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেন। এরপরই ১ অগস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় নতুন আবগারি নীতি। চালু করা হয় পুরনো নীতিই।শুক্রবার মণীশ সিসোদিয়ার বাড়ি ছাড়াও সাতটি রাজ্য়ের ৩০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। আবগারি নীতি নিয়ে সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতেও মণীশ সিসেদিয়ার নাম রয়েছে। অন্যদিকে, গতকাল থেকেই আবার ১০০০টি সরকারি বাস কেনা ও তার রক্ষণাবেক্ষণ নিয়ে দুর্নীতির অভিযোগেও প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই।