Ghaziabad: রেললাইনে নেমে ভিডিয়ো শ্যুট করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত মহিলা সহ ৩

ট্রেনটি অনেকবার হর্ন দিয়েছিল। কিন্তু, ওই ৩ জন সরে যেতে পারেনি বলে স্টেশনের এক আধিকারিক জানান।

Ghaziabad: রেললাইনে নেমে ভিডিয়ো শ্যুট করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত মহিলা সহ ৩
রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত ৩। প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 5:16 PM

গাজিয়াবাদ: রেললাইনে নেমে মোবাইলে ভিডিয়ো শ্যুট করছিল। ভাবতে পারেনি, নিজেরাই চিরতরের জন্য ভিডিয়োবন্দি হয়ে যাবে। রেললাইনে নেমে ভিডিয়োশ্যুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সহ ২ যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

পুলিশ জানায়, গাজিয়াবাদের মাসুরি থানা এলাকায় কাল্লু গারহির কাছে রেললাইনের উপরই বুধবার রাতে দ্রুত গতিতে আসা পদ্মাবৎ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। মৃত ৩ জনের মধ্যে এক মহিলা ও ২ যুবক ছিলেন। তাঁদের মধ্যে এক যুবকের পরিচয় জানা গিয়েছে। শাকিল (২৫) নামে ওই যুবক মাসোরির কাচ্চা রোডের বাসিন্দা। পেশায় তিনি ট্যাক্সিচালক ছিলেন। বাকি দুজনের দেহ শনাক্ত করার চেষ্টা চলছে। ৩ জনের দেহ ময়নাতদন্তে পাঠনো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ কাল্লু গারহি গেট এবং দাসনা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। শাকিল এবং আরেক যুবক ও এক মহিলা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেললাইনে নেমে ভিডিয়ো শ্যুট করছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় গাজিয়াবাদ থেকে মোরদাবাদগামী দ্রুত গতির পদ্মাবৎ এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে চলে আসে এবং ৩ জনকেই ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ট্রেনটি অনেকবার হর্ন দিয়েছিল। কিন্তু, ওই ৩ জন সরে যেতে পারেনি বলে স্টেশনের এক আধিকারিক জানান।

গাজিয়াবাদের ডিসিপি (গ্রামীণ) ইরাজ রাজা জানান, স্টেশন মাস্টার দুর্ঘটনার খবরটি থানায় দেয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ ৩টি উদ্ধার করে। শাকিলের দেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মোবাইলটির ডিসপ্লে ভেঙে গিয়েছে। তবে তখনও মোবাইলটিতে ভিডিয়ো রেকর্ডিং হচ্ছিল। মৃত মহিলা ও আরেক যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।