Corona Update: দেশে কমছে সংক্রমণ, তবুও এক দিনে ২৮ হাজার আক্রান্ত
India Corona Update: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন।
নিউ দিল্লি: কমছে করোনা। অন্তত এই মুহূর্তে এটাই বলছে পরিসংখ্যান। কখনও বেশি, কখনও বা কমছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। একটানা তিনদিন দিন আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের নীচে থাকল। আজও সংক্রমণ কমে এল তিরিশ হাজারের নীচে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। গতকাল সেই সংখ্যাটা ২৮ হাজার ৩২৬ জন। কয়েকদিন আগেও হু-হু করে বেড়ে গিয়েছিল সংক্রমণের গ্রাফ। এরপর কয়েকদিন সংখ্যাটা ৩০ হাজারের নীচে ছিল। পরে আবার ৩০ হাজার ছাড়ায়।
এদিকে আবার করোনাকে হারিয়েকে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য বাড়ল। তবে সামান্য এই সংখ্যাটাও স্থিতিশীল গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩২ জন। গতকাল ২৮ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে উঠছিল। ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ। গতকালের তুলনায় আজ এক ধাক্কায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭৬।
তবে কেরলে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে সেখানে ১৫ হাজার ৯৫১ জনের শরীরে সংক্রমণ মিলেছে। বিগত কয়েক দিনে আক্রান্তের নিরিখে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে থাকলেও তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল এবার মহারাষ্ট্র। বাণিজ্য নগরী-সহ রাজ্যে ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৬ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানেও কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছে। এখনও অবধি এই দুই রাজ্যে মৃত্যুর মোট সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৭০ ও ৩৫ হাজার ৪৯০ দাঁড়িয়েছে।
আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ধরে সাতশোর আশেপাশে ঘোরাঘুরি করছিল সংক্রমণের গ্রাফ। এরপর কয়েকদিন তা কমে ৬০০-র আশেপাশে দাঁড়ায়। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৩৬ জনের।
এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। বিগত দু’সপ্তাহ ধরে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্যা ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন।
অন্যদিকে, গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। তবে স্বস্তি দিয়ে এই রাজ্যে আক্রান্তের সংখ্যাটা এক ধাক্কায় কমে ৫২৭ হয়েছে। গতকাল উত্তর-পূর্বের এই রাজ্য থেকে বিগত কয়েকদিন স্বস্তির খবর মিললেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২৭ জন।
টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার চেষ্টা চলছে দেশজুড়ে। গত ২৪ ঘণ্টায় ৩৮ লাখ ১৮ হাজার ৩৬২ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৮৬ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১ জনকে টিকা দেওয়া হয়েছে।