Bajrang Dal Activist Death : বজরং দলের কর্মী খুনে উত্তাল কর্নাটক, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩

Bajrang Dal Activist Death : কর্নাটকের শিবামোগ্গায় বজরং দলের কর্মী সমর্থকের মৃত্যুতে ৩ জন গ্রেফতার হল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Bajrang Dal Activist Death : বজরং দলের কর্মী খুনে উত্তাল কর্নাটক, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩
বজরং দলের কর্মী খুনে গ্রেফতার ৬
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 5:55 PM

বেঙ্গালুরু : হিজাব বিতর্কে ইতিমধ্যেই উত্তপ্ত বেঙ্গালুরু। সেই বিতর্কে ঘি ঢালল বজরং দলের এক সদস্য়ের মৃত্য়ু। রবিবার রাতে ২৬ বছরের হর্ষের মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। গতকাল রাত সাড়ে নটা নাগাদ কর্নাটকের শিবামোগ্গা জেলায় ধারাল অস্ত্রের সাহায্যা ওই বজরং দলের কর্মীকে খুন করা হয় বলে মনে করা হচ্ছে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শিবামোগ্গা জেলা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তের অংশ হিসেবে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

বজরং দলের এক সদস্যের খুন ঘিরে উত্তাল কর্নাটকে। কর্নাটকে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। বিতর্ক পিছু ছাড়ছে না কর্নাটকের। বজরং দলের কর্মীর এই খুনের সঙ্গে হিজাব বিতর্কের যোগসূত্র স্থাপন করেছেন অনেকে। গতকাল রাত সাড়ে নটা নাগাদ কর্নাটকের শিবামোগ্গায় ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় বজরং দলের কর্মী ২৬ বছরের হর্ষ নামের যুবকের। এই ঘটনা ঘিরে বিক্ষোভ শুরু হয় ওই এলাকায়। কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। বড় কোনও গণ্ডগোলের আশঙ্কায় স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে ওই এলাকায়। তবে বিধিনিষেধ সত্ত্বেও বজরং দলের সমর্থকরা জমায়েত করে মৃতের দেহ বাড়িতে নিয়ে যায়।

হর্ষ খুনের সঙ্গে হিজাব বিতর্কের সম্পর্ক উঠে আসলেও কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র জানিয়েছেন তদন্তে এরকম কোনও তথ্য উঠে আসেনি। তিনি সংবাদ মাধ্য়মের কাছে বলেছেন,”এই ঘটনার সঙ্গে হিজাব বিতর্কের কোনও সম্পর্ক নেই। এটি অন্য কারণে ঘটেছে। শিবামোগ্গা খুব স্পর্শকাতর একটি শহর।” তবে কর্নাটকের মন্ত্রী এই ঘটনায় ‘মুসলিম গুণ্ডাদের’ দায়ী করেছেন। কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা এই ঘটনায় কংগ্রেসের কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, হিজাব বিতর্ক নিয়ে ডিকে শিবকুমারের সাম্প্রতিক মন্তব্য এই ঘটনার ইন্ধন জুগিয়েছে।

ডিকে শিবকুমার সম্প্রতি অভিযোগ করেছেন যে, হিজাব নিয়ে বিতর্কের সময় শিবামোগ্গার একটি কলেজে জাতীয় পতাকা সরিয়া সেই জায়গায় গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছিল। বিজেপি পাল্টা অভিযোগ করেছিল যে তিনি অযথা সন্ত্রাস তৈরি করছেন। কারণ সেখানে কোনও ভিডিয়ো প্রমাণ নেই যে জাতীয় পতাকা সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Lalu Prashad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারিতে আবারও শ্রীঘরে! লালুকে সাজা শোনাল বিশেষ আদালত