Ultorath Yatra: ওড়িশার উল্টোরথে মৃত ৩, আহত ৮; বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে মামলা রথযাত্রা কমিটির
Odisha Ultorath Yatra: বৃহস্পতিবার (২৯ জুন), ওড়িশা পুলিশ জানাল, পৃথক পৃথক ঘটনায় উল্টোরথের দিন ওড়িশার বিভিন্ন জায়গায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। এই হতাহতের ঘটনার জন্য, ওড়িশা রথযাত্রা কমিটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে দায়ী করেছে।
![Ultorath Yatra: ওড়িশার উল্টোরথে মৃত ৩, আহত ৮; বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে মামলা রথযাত্রা কমিটির Ultorath Yatra: ওড়িশার উল্টোরথে মৃত ৩, আহত ৮; বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে মামলা রথযাত্রা কমিটির](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/06/Puri-Rathyatra.jpg?w=1280)
ভুবনেশ্বর: নির্বিঘ্নে কাটল না ‘উল্টোরথ’। বুধবারই, রথ টানতে গিয়ে ত্রিপুরায় ২ শিশু-সহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার (২৯ জুন), ওড়িশা পুলিশ জানাল, পৃথক পৃথক ঘটনায় উল্টোরথের দিন ওড়িশার বিভিন্ন জায়গায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। যুগল কিশোর বারিক (৪৫), বরুন গিরি (৫০) এবং বিশ্বনাথ নায়ক (২২) – তিনজনেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। প্রথম দুজন কেওনঝার জেলার এবং অপরজন কোরাপুটের। কোরাপুটের ঘটনায় দু’জন আহতও হয়েছেন। সূত্রের খবর, ওভারহেড বিদ্যুতের তারের সঙ্গে রথগুলির ছোঁয়া লেগেছিল। মৃত ব্যক্তিরা প্রত্যেকেই সেই সময় রথের দড়ি ধরেছিলেন। আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হন তাঁরা। এর পাশাপাশি পুরীতে, রথের দড়ি ছিড়ে, এক পুলিশকর্মী-সহ ছয়জন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হতাহতের ঘটনার জন্য, ওড়িশা রথযাত্রা কমিটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে দায়ী করেছে। কোরাপুট সদর থানায় বিদ্যুৎ বিতরণ সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। রথযাত্রা কমিটির দাবি, বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে আলোচনা করে, উল্টোরথের দিন যখন রথ টানার সময় সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু,কার্যক্ষেত্রে তা করেনি সংস্থাটি। আর সেই কারণেই যে রথগুলি ওভারহেড বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছে, সেগুলির ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে কোরাপুট সদর থানার ইন্সপেক্টর-ইন-চার্জ কিরণবালা সমল বলেছেন, “তদন্ত চলছে। কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল আমরা তা খতিয়ে দেখব। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার, ত্রিপুরার উনকোটি জেলাতেও একটি ওভারহেড হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি রথের ছোঁয়া লাগায় দুই শিশু-সহ অন্তত সাতজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রথটি ছিল লোহার তৈরি। ওভারহেড তারটির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে, রথের ধাতব কাঠামোর মাধ্যমে হাইভোল্টেজ বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবেন বলে ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)