করোনা রুখতে শান্তি-যজ্ঞ বিশ্ব হিন্দু পরিষদ-সহ ৩ সংগঠনের
সারা বিশ্বের কল্যাণে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। ছত্তরপুরে বিশ্ব শান্তি যজ্ঞে মোট ১২টি যজ্ঞকুণ্ড ও ৪ বেদের নামে দ্বার তৈরি করা হয়েছিল।
করোনার এই দ্রুত গতিকে রুখতে বিশ্ব মহাযজ্ঞে এসে মন্ত্রোচ্চারণ করেছেন ৩৫০ জন পুরোহিত। অশোক সিঙ্ঘল ফাউন্ডেশনের তরফে মহেশ ভগচন্দিকা জানান, এই ধরনের যদি বিশ্ব শান্তি মহাযজ্ঞ করা হয়, তাহলে করোনা মহামারীর দ্রুত অবসান সম্ভব হবে। তাঁর দাবি, বেদে উল্লেখ রয়েছে, যদি এই শান্তি যজ্ঞ ও পুজো করা হয় তাহলে স্বাস্থ্যবান থাকা সম্ভব হবে।
সারা বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে। তাই সারা বিশ্বের কল্যাণে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। ছত্তরপুরে বিশ্ব শান্তি যজ্ঞে মোট ১২টি যজ্ঞকুণ্ড ও ৪ বেদের নামে দ্বার তৈরি করা হয়েছিল। মুখ্য পূজারী ভেঙ্কট রমন শাস্ত্রী জানান, আয়ুর্বেদের মতে অনেক রোগের উৎপত্তিই হয় না, আর যে রোগ বিদ্যমান তার নিবারণ আছেই। সংক্রমণের দাপটে যখন গোটা দেশ ভয়ে কাঁপছে, তখন করোনা রুখতে বিশ্ব হিন্দু পরিষদ, অশোক সিঙ্ঘল ফাউন্ডেশন ও নমো সদ্ভাবনা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের মতে, একটা ইতিবাচক প্রচেষ্টার ইঙ্গিত মিলছে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭১৪ জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ২০২ জন।
আরও পড়ুন: ফোনে কথা বলতেই ব্যস্ত নার্স, ‘ভুলবশত’ দিয়ে দিলেন দুটি ডোজ়!