Child fall in bore-well: খেলতে খেলতে ৬০ ফুট গভীর কুয়োয় ৬ বছরের শিশু, উদ্ধারকাজে NDRF

জল-সঙ্কট দূর করতে হাপুর পুরসভার তরফে ৬০ ফুট গভীর কুয়োটি খনন করা হয়েছিল। যদিও দীর্ঘদিন কুয়োটি কেউ ব্যবহার করেননি।

Child fall in bore-well: খেলতে খেলতে ৬০ ফুট গভীর কুয়োয় ৬ বছরের শিশু, উদ্ধারকাজে NDRF
কুয়োয় পড়ে গেল ৬ বছরের শিশু। প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 6:37 PM

হাপুর: খেলতে যাওয়া-ই কাল হল! খেলতে খেলতে ৬০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৬ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। শিশুটিকে উদ্ধার করতে কার্যত ব্যর্থ হয়েছে গ্রামবাসী। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা গিয়েছে, এলাকাবাসীর জল-সঙ্কট দূর করতে হাপুর পুরসভার তরফে ৬০ ফুট গভীর কুয়োটি খনন করা হয়েছিল। যদিও দীর্ঘদিন কুয়োটি কেউ ব্যবহার করেননি। বলা যায়, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গভীর কুয়োটি। এদিন বিকালে ওই এলাকায় খেলতে- খেলতেই কুয়োর ভিতরে পড়ে যায় ছ-বছরের শিশুটি।

শিশুটির কুয়োয় পড়ে যাওয়ার খবর পেয়েই তাকে উদ্ধার করার প্রাণপণ চেষ্টা করে গ্রামবাসীরা। কিন্তু সকলের চেষ্টা-ই ব্যর্থ হয়। অবশেষে খবর পৌঁছয় থানায়। তারপর পুলিশ ও দমকল বাহিনীও শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয়নি। বর্তমানে শিশুটিকে উদ্ধার করতে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শিশুটির যাতে কোনভাবে প্রাণহানি না হয়, সেজন্য ইতিমধ্যে কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানো হয়েছে। যেন-তেন প্রকারে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, কুয়োর ভিতরে শিশুর পড়ে যাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত ডিসেম্বরে মধ্যপ্রদেশে খেলতে-খেলতে একইভাবে কুয়োর ভিতর পড়ে গিয়েছিল আট বছরের একটি শিশু। তারপর প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হয়। প্রায় ৬৫ ঘণ্টা ধরে উদ্ধারকারী দলের প্রাণপণ চেষ্টায় অবশেষে শিশুটিকে কুয়ো থেকে তোলা সম্ভব হয়। তবে তাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায়নি। শিশুটির নিথর দেহ উদ্ধার হয়েছিল।