Uttar Pradesh Video: বোনকে রাখতে এসে তার শ্বশুরবাড়ির আত্মীয়দের গাড়ি চাপা দিলেন যুবক
Uttar Pradesh Ghazipur Viral video: অডি গাড়ির তলায় বোনের শ্বশুরবাড়ির আত্মীয়রা, বিদায় জানাতে এসে এ কী কাণ্ড ঘটালেন যুবক?
লখনউ: বিবাহিত বোনকে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে এসেছিলেন যুবক। বিয়ে নিয়ে মত বিরোধ ছিল দুই বাড়ির মধ্যে। যুবক চেয়েছিলেন মিটমাট করতে। কিন্তু, বোনকে রাখতে এসে বোনের শ্বশুরবাড়ির আত্মীয়দের হাতেই আক্রান্ত হতে হল তাঁকে। তাঁর দামি অডি গাড়ির কাচ ভেঙে দিলেন বোনের শ্বশুরবাড়ির লোকরা। তারপরই ঘটে গেল অঘটন। আতঙ্কে, অডি গাড়িটি নিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়েছিলেন তিনি। গাড়িটিতে ধাক্কা লাগে এক নিরাপত্তারক্ষী, এক বাইক আরোহী-সহ ওই যুবকের বোনের শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের। তবে, শেষ পর্যন্ত কেউ হতাহত হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ৮ ডিসেম্বর, উত্তর প্রদেশের গাজিয়াবাদে। ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন কুশাগ্র সাগর নামে এক যুবক। বোন ইন্দু সাগরকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে এসেছিলেন তিনি। কিন্তু, তাঁর বোনের স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয়রা তাঁকে মারধর করা শুরু করে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ইন্দু সাগরের শ্বশুরবাড়ির লোকজন তাঁর অডি গাড়িটির উইন্ডশিল্ড ভেঙে দিচ্ছেন। পারিবারিক ঝামেলার জেরেই তারা এই কাজ করে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। এরপরই আতঙ্কে ওই জায়গায় ছেড়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান কুশাগ্র সাগর। সেই সময়ই গাড়িটির পথে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তিকে ধাক্কা মারেন তিনি।
Video 1 UP के गाजियाबाद में रिश्तेदारों में विवाद। लड़के वालों ने लड़की पक्ष की ऑडी कार तोड़ी। pic.twitter.com/4RcwShjTpX
— Sachin Gupta (@sachingupta787) January 10, 2023
ঘটনার সিসিটিভি ভিডিয়োতে দেখা গিয়েছে, আবাসনের দরজা দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে আসছে অডি গাড়িটি। গাড়িটির রাস্তায় এক স্কুটার আরোহী এবং বেশ কয়েকজন পথচারী ছিলেন। আবাসনের দরজায় উপস্থিত ছিলেন নিরাপত্তারক্ষীও। তাঁদের বেশ কয়েকজনকে ধাক্কা মেরে গাড়িটি। বিশেষ করে নিরাপত্তারক্ষীকে পুরো চাপা দিয়ে চলে যায় গাড়িটি। তবে, গাড়িটির ধাক্কায় সৌভাগ্যবশত কারোর কোনও ক্ষতি হয়নি। গাড়িটি চলে যাওয়ার পর ওই নিরাপত্তারক্ষীকেও দেখা যায় উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়তে। তবে,এত আকস্মিকভাবে গাড়িটি সকলকে ধাক্কা মেরে পালায়, যে উপস্থিত সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন।
Video 2 हमले से बचकर भाग रहे ऑडी सवार युवकों ने बैरियर तोड़ा, सिक्योरिटी गार्ड को कुचला। pic.twitter.com/8QnrwdgcOp
— Sachin Gupta (@sachingupta787) January 10, 2023
এই ভিডিয়োগুলি ভাইরাল হওয়ার পরই গাজিয়াবাদ পুলিশ এই ঘটনার বিষয়ে খোঁজ খবর করা শুরু করে। কুশাগ্র সাগর তাঁর বোনের স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, বোনের স্বামী, শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন তাঁদের যারপরনাই লাঞ্ছনা করেছে। তবে তিনি একাই নন, পুলিশে অভিযোগ জানিয়েছেন কুশাগ্রর গাড়িতে ধাক্কা লাগা নিরাপত্তারক্ষীও। এই ঘটনার বিষয়ে আরও তদন্ত করছে পুলিশ।