Karnataka Bus Accident: উপায় ছিল না দরজা দিয়ে বেরনোর, বাসের ভিতরেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ৭টি প্রাণ
Karnataka Bus Accident: বাসে যে ২৯ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ২২ জন কোনওমতে বেরিয়ে আসতে পারলেও, ভিতরে আটকে পড়েন ৭ জন। বাসের ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।
কালাবুর্গি: মর্মান্তিক বললেও হয়তো কম বলা হয়, বাসের ভিতরেই জ্বলে পুড়ে মৃত্যু হল সাতজনের। রেষারেষি করতে গিয়েই সংঘর্ষ হল একটি যাত্রীবাহী বাস ও টেম্পোর। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। জ্বলন্ত বাস থেকে কয়েকজন বেরিয়ে আসতে পারলেও, ভিতরেই আটকে পড়েন সাতজন। আগুনের গ্রাসে চলে যান তাঁরা। এ দিন ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কর্নাটকের কালাবুর্গিতে।
কর্নাটকের কামালপুরা শহরের কাছে এ দিন দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ জন যাত্রী নিয়ে ওই বাসটি গোয়া থেকে হায়দরাবাদ যাচ্ছিল। কর্নাটকের উপর দিয়ে যাওয়ার সময়ই বাসটি টেম্পোর সঙ্গে রেষারেষি শুরু করে। এভাবে কিছু দূর এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ধাক্কা মারে বাসটি।
Karnataka | 3 people charred to death after a Hyderabad-based private bus collided with a goods vehicle and caught fire near Kamalapur village in Kalaburagi district. Rescue operation is underway: Police pic.twitter.com/MiOQ0UeQEJ
— ANI (@ANI) June 3, 2022
পুলিশের তরফে জানানো হয়েছে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। বাসে যে ২৯ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ২২ জন কোনওমতে বেরিয়ে আসতে পারলেও, ভিতরে আটকে পড়েন ৭ জন। বাসের ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। জানা গিয়েছে, একই পরিবারের ২৯ জন ওই এসি বাসে ছিলেন। হায়দরাবাদের ব্যবসায়ী অর্জুন কুমার তাঁর মেয়ের জন্মদিন পালন করতেই গোয়ায় গিয়েছিলেন। পরিবার ও বন্ধু-বান্ধবরাই ওই বাসে ছিলেন। ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।