Uttarakhand Accident: গ্রামবাসীদের বারণ সত্ত্বেও নদীতে নেমেছিল, নিমেষে জলের স্রোতে ভেসে গেল গাড়ি, মৃত ৯

Uttarakhand Accident: এদিন সকালেই উত্তরাখণ্ডে রামনগরে একটি গাড়ি ধেলা নদীতে পড়ে যায়। জলের স্রোতে বেশ কিছুটা ভেসে যায় গাড়িটি। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Uttarakhand Accident: গ্রামবাসীদের বারণ সত্ত্বেও নদীতে নেমেছিল, নিমেষে জলের স্রোতে ভেসে গেল গাড়ি, মৃত ৯
নদী থেকে গাড়িটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 11:02 AM

নৈনিতাল: বর্ষার শুরু হতেই পাহাড়ে একের পর এক বিপত্তি। এবার উত্তরাখণ্ডের একটি নদীতে পড়ে গেল পর্যটক বোঝাই গাড়ি। এদিন সকালেই উত্তরাখণ্ডে রামনগরে একটি গাড়ি ধেলা নদীতে পড়ে যায়। জলের স্রোতে বেশ কিছুটা ভেসে যায় গাড়িটি। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ি থেকে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতরে আরও একজন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের নৈনিতাল দুর্ঘটনাটি ঘটেছে। এদিন ভোর ৫টা নাগাদ নৈনিতাল থেকে জিম করবেট জাতীয় উদ্যানের উদ্দেশে রওনা দিয়েছিল একটি পর্যটক গাড়ি। এরটিগা গাড়িতে এক শিশু সহ মোট ১১ জন পর্যটক ছিলেন, তারা সকলেই পঞ্জাবের বাসিন্দা। রামনগরের উপর দিয়ে যাওয়ার সময়ই আচমকা গাড়িটি জিম করবেট জাতীয় উদ্য়ানের ধেলা জ়োনে রাস্তার পাশের ধেলা নদীতে পড়ে যায়। প্রবল জলস্রোতে গাড়িটি বেশ কিছুটা ভেসে যায়।

স্থানীয় বাসিন্দারাই গাড়িটিকে দেখতে পেয়ে প্রশাসনে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ও উদ্ধারকাজ শুরু করে। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরও উদ্ধারকাজে হাত লাগায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১১ জন যাত্রীর মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিগত দুই-তিনদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে মাটি এমনিতেই নরম হয়ে গিয়েছিল। ভোর ৫টা নাগাদ গাড়িটি যখন জিম করবেট জাতীয় উদ্যানের মেঠো পথে ঢোকে, সেই সময়ই স্থানীয় বাসিন্দারা গাড়ির গতি কমানোর কথা বলেন। কিন্তু গাড়ির চালক সেই কথা শোনেননি। এরপরই হঠাৎ নদীর জলে ভেসে যায় গাড়িটি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও সেতু না থাকায়, ওই নদীর মধ্যেই নেমেছিল গাড়িটি। সেই সময়ই জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। একটানা বৃষ্টির কারণে নদীর জলস্তরও অনেকটা বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কুমায়ুন রেঞ্জের ডিআইজি নীলেশ আনন্দ জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একটি শিশুকে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে রামনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই ওই মেঠো পথের উপরে সেতু তৈরি করার কথা হলেও, এখনও অবধি কোনও সেতু তৈরি হয়নি। এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি টুইট করে বলেন, “রামনগরের ধেলা নদীতে একটি গাড়ি ভেসে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। ওনাদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”