ভারতের মানবাধিকারের ইতিহাসে ‘কলঙ্ক’ হয়ে থাকবে স্ট্যান স্বামীর মৃত্যু: রাষ্ট্রসঙ্ঘ

Stan Swamy: জেলবন্দি থাকা অবস্থাতেই অসুস্থ ছিলেন স্ট্যান স্বামী। সম্প্রতি তাঁর মৃত্যুতে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

ভারতের মানবাধিকারের ইতিহাসে 'কলঙ্ক' হয়ে থাকবে স্ট্যান স্বামীর মৃত্যু: রাষ্ট্রসঙ্ঘ
বন্দি অবস্থায় মৃত্যু হয়েছে স্ট্যান স্বামীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 5:43 PM

নয়া দিল্লি: বন্দি থাকাকালীন মৃত্যু হয়েছে স্ট্যান স্বামীর। সেই সমাজকর্মীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মৃত্য হয়েছে তাঁর। এই স্ট্যান স্বামীর মৃত্যুতে এ ক্ষোভ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে বিশেষ আধিকারিক ম্যারি ললোর এই মৃত্যুর ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, ‘স্ট্যান স্বামীর মৃত্যু ভারতের মানবাধিকারের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।’ তিনি জানান, স্ট্যান স্বামীর মৃত্যুর খবর তাঁকে বিচলিত করেছে।

এক বিবৃতিতে ওই আধিকারিক জানিয়েছেন এই মৃত্যু থেকে সব দেশেরই শিক্ষা নেওয়া উচিৎ। আইনের ভিত্তি ছাড়া যাদের বন্দি করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্ত করে দেওয়া উচিৎ। তিনি আরও জানিয়েছেন, সামাজিক ন্যায় ও মানবাধিকারের জন্যই চার দশক ধরে লড়াই করেছেন স্ট্যান স্বামী। তাই তাঁর মৃত্যু কাম্য ছিল না বলেই উল্লেখ করেছেন তিনি। বিবৃতিতে লেখা হয়েছে, ‘মানবাধিকারের স্বার্থ লড়াই করছেন,এমন কাউকে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া উচিৎ নয়। আর স্ট্যান স্বামীর মতো তাঁদের মৃত্যুও কখনও কাম্য নয়।

স্ট্যান স্বামীর মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। ভাবমূর্তি রক্ষায় বিদেশ মন্ত্রক জানায়, আইন মেনে্ গ্রেফতার করা হয়েছিল স্ট্যান স্বামীকে। স্ট্যান স্বামীর চিকিৎসা নিয়েও একাধিক প্রশ্ন ওঠায় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, বম্বে হাইকোর্টের নির্দেশ মেনেই স্ট্যান স্বামীকে বেসরকারি হাসপাতালে রেখে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এলগার পরিষদ মামলায় ধৃত স্ট্যান স্বামী তালোজা জেলে বন্দি থাকাকালীন শারিরিক অসুস্থতার কারণ দর্শিয়ে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই আদালতের তরফে সেই আর্জি বাতিল করে দেওয়া হয়।

এলগার পরিষদ মামলায় অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। প্রায় একবছর জেলবন্দি থাকার পর মৃত্যু হয় তাঁর। করোনাকালে যেখানে বহু দাগী অপরাধীদেরও মুক্তি দেওয়া হয়েছিল, সেখানে স্ট্যান স্বামীর বয়স দেখেও কেন তাঁকে জামিন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছে গোটা দেশ। রাষ্ট্রপুঞ্জের তরফেও গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: সব পরিস্থিতিতে একশোয় একশো, বায়ুসেনার হাতে মার্কিন উড়োজাহাজ