সব পরিস্থিতিতে একশোয় একশো, বায়ুসেনার হাতে মার্কিন উড়োজাহাজ

যে কোনও আবহওয়াতেই এই উড়োজাহাজ সাবলীল ভাবেই কাজ করতে পারবে বলে জানিয়েছে সংস্থা।

সব পরিস্থিতিতে একশোয় একশো, বায়ুসেনার হাতে মার্কিন উড়োজাহাজ
ছবি - টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 2:01 PM

নয়া দিল্লি: দেশের বায়ুসেনার হাতে এল এমএইচ-৬০আর। আমেরিকা থেকে ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে এই দুই উড়োজাহাজ। যা ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলবে। শুক্রবার সান দিয়েগোয় আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে ২ উড়োজাহাজ তুলে দিয়েছে আমেরিকা (USA)। নৌ-সেনার মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু ২টি উড়োজাহাজ গ্রহণ করেছেন।

এমএইচ-৬০আর উড়োজাহাজ তৈরি করেছে মার্কিন সংস্থা লকহেড মার্টিন। যে কোনও আবহওয়াতেই এই উড়োজাহাজ সাবলীল ভাবেই কাজ করতে পারবে বলে জানিয়েছে সংস্থা। বিদেশ মন্ত্রক মারফত ভারত মোচ ২৪টি এমএইচ-৬০ আরের বরাত দিয়েছে। এই উড়োজাহাজগুলিকে ভারতীয় আরও একাধিক যন্ত্রাংশ দিয়ে সাজিয়ে তোলা হবে। নৌ-সেনার মতে, এই উড়োজাহাজ আসার ফলে ত্রিমুখী হামলার ক্ষমকা আরও বাড়বে।

আনুষ্ঠানিক ভাবে ভারত এমএইচ-৬০আর হাতে পাওয়ার পর ভারতে মার্কিন দূত সান্ধু বলেন, “ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন পর্যায়ে পৌঁছল।” ভারত ও আমেরিকার এই যুদ্ধাস্ত্র বিনিময়ের চুক্তি হয়েছিল ২০২০ সালে। তখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের সঙ্গে মোট ২৪০ কোটি ডলারের চুক্তি হয়েছিল। ২০১৬-এর একেবারে শেষের দিকে তিনটি ‘ফান্ডামেন্টাল প্যাক্টস’-এর গুরুত্বপূর্ণ ও প্রথম চুক্তি ‘লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম অব এগ্রিমেন্ট (LEMOA)’স্বাক্ষরিত হয়েছিল ভারত ও আমেরিকার মধ্যে। এরপর ট্রাম্প আমলে আরও দুই চুক্তি, ‘কোমকাসা’ ও ‘বেকা’ স্বাক্ষরিত হয়। যার অর্থ তিনটি ‘ফান্ডামেন্টাল প্যাক্টস’-এই আমেরিকার সঙ্গী ভারত। আরও পড়ুন: মোদীর পওয়ার সাক্ষাৎ, ৫০ মিনিটের বৈঠকে তোলপাড় রাজনৈতিক মহল

COVID third Wave