মালগাড়ির ছাদে উঠে জীবনের ‘শেষ সেলফি’ কিশোরের
স্টেশনে একটি মালবাহী ট্রেন আসতে দেখেই ট্রেনের ছাদে উঠে সেলফি তোলার বুদ্ধি জাগে তাঁর মাথায়। সুযোগ বুঝেই রেল পুলিসের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে সে।
রামগড়: ঘুরতে এসে কেবল স্টেশনে দাঁড়িয়েই সেলফি তুলে মন ভরছিল না। বন্ধুর কাছে নিজের সাহসিকতার প্রমাণ দিতে মালগাড়ির উপরই চেপে বসেছিল এক কিশোর। আর সেখানেই ঘটল বিপত্তি। হাই ভোল্টেজের ওভারহেড তারে (High Voltage Overhead Wire) হাত লাগতেই পুড়ে গেল ১৬ বছরের ওই কিশোর। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের মুড়ি জংশনে (Muri Junction)। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।
ঝাড়খন্ড (Jharkhand)-র চিতারপুরের বাসিন্দা ওই কিশোর এক বন্ধুর সঙ্গে রামগড় জেলার মুড়ি জংশনে ঘুরতে এসেছিল। স্টেশনে একটি মালবাহী ট্রেন আসতে দেখেই ট্রেনের ছাদে উঠে সেলফি তোলার বুদ্ধি জাগে তাঁর মাথায়। সুযোগ বুঝেই রেল পুলিসের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে সে।
আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি স্বামী বিবেকানন্দের দর্শনে তৈরি: নরেন্দ্র মোদী
স্টেশনের আরপিএফ ইন্সপেকটর (RPF Inspector) আর কে তিওয়ারি বলেন, “ট্রেনের ছাদে উঠে সেলফি তুললেও ওভারহেড তার দিয়ে যে হাই ভোল্টেজ বিদ্যুৎ বইছে, তা আন্দাজ করতে পারেনি ওই কিশোর। তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই কিশোর এবং দেহের অধিকাংশই পুড়ে যায়।”
কোনওমতে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। পরে মৃতদেহটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই কিশোরের পরিবার।
আরও পড়ুন: ৩৬ ঘণ্টার ফারাকে দুটি ধর্ষণ, লজ্জায় মুখ ঢাকল মধ্য প্রদেশ