Atishi: ১০টি দফতরের দায়িত্ব, কেজরীবালের মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল আপ নেত্রী অতীশীর

আপ সরকারে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন। তার পর থেকেই দিল্লি সরকারের অন্দরে দায়িত্ব বেড়েছে অতীশীর।

Atishi: ১০টি দফতরের দায়িত্ব, কেজরীবালের মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল আপ নেত্রী অতীশীর
আপ নেত্রী অতীশী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 1:50 PM

নয়াদিল্লি: আরও দায়িত্ব বাড়ল আপ নেত্রী অতীশীর। দিল্লি সরকারের মন্ত্রী হিসাবে তিনি কাজ করছেন গত কয়েক মাস ধরেই। এখন আরও বেশ কয়েকটি দফতরের দায়িত্ব এল তাঁর কাঁধে। এর জেরে এই মুহূর্তে মোট ১০টি দফতরের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ফিনান্স, প্ল্যানিং অ্যান্ড রেভিনিউ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আম আদমি পার্টির এই বিধায়ককে। প্রসঙ্গত, আপ সরকারে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন। তার পর থেকেই দিল্লি সরকারের অন্দরে দায়িত্ব বেড়েছে অতীশীর।

এক্সাইজ পলিসি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মণীশ সিসোদিয়া। তিনি কেজরীবাল সরকারের বিভিন্ন দফতর সামলাতেন। কেজরীর মন্ত্রিসভার অপর গুরুত্বপূর্ণ সদস্য সতেন্দ্র জৈনও আর্থিক তছরূপের অভিযোগে গত বছর গ্রেফতার হয়েছিলেন। এর পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁদের। মার্চ মাসে অতীশী ও সৌরভ ভরদ্বাজকে দিল্লি সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

অতীশীর কাঁধে এখন অর্থ দফতরের অতিরিক্ত দায়িত্ব ছাড়াও শক্তি, শিক্ষা, শিল্প, কালচার এবং ভাষা, পর্যটন, উচ্চ শিক্ষা, ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এবং জনসংযোগ দফতরের দায়িত্ব। বৃহস্পতিবারই দিল্লির সরকারের ক্যাবিনেটে বেশ কয়েকটি রদবদল হয়েছে। সেই রদবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অতীশী।