G Kishan Reddy: জি-২০ বৈঠকের সাফল্যের জের, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

United Nation: আগামী ১০ জুলাই থেকে ১৪ জুলাই রাষ্ট্রপুঞ্জের তরফে নিউইয়র্কের সদর দফতরে উচ্চ পর্যায়ের পলিটিক্যাল ফোরামের বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি আগামী ১৩ ও ১৪ জুলাই রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বক্তব্য় রাখবেন।

G Kishan Reddy: জি-২০ বৈঠকের সাফল্যের জের, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি
জি কিষাণ রেড্ডি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 2:24 PM

নয়া দিল্লি: রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy)। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের উচ্চ পর্যায়ের রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১০ থেকে ১৪ জুলাই এই বৈঠক হতে চলেছে। রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (United Nations World Tourism Organization) তরফে কেন্দ্রীয় মন্ত্রীকে বৈশ্বিক পর্যটন উন্নয়ন ও পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যপূরণের সঙ্গে পর্যটনের সংযোগ নিয়েই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, জি কিষাণ রেড্ডিই প্রথম ভারতীয় পর্যটন মন্ত্রী, যিনি রাষ্ট্রপুঞ্জের তরফে আমন্ত্রণ পেয়েছেন।  

আগামী ১০ জুলাই থেকে ১৪ জুলাই রাষ্ট্রপুঞ্জের তরফে নিউইয়র্কের সদর দফতরে উচ্চ পর্যায়ের পলিটিক্যাল ফোরামের বৈঠকের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতিই গোয়ায় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের যে বৈঠকের আয়োজন করা হয়েছিল, তার সাফল্যের প্রেক্ষিতেই কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে পর্যটন নিয়ে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের এই বৈঠকের থিম রাখা হয়েছে, “করোনা ভাইরাসের প্রভাব থেকে সুস্থ-স্বাভাবিক ছন্দে ফেরার গতিকে ত্বরানিত্ব করা এবং ২০৩০ সালের মধ্য়ে নির্ভরযোগ্য় সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সম্পূর্ণ বাস্তবায়ন করা”। অর্থনীতিতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়েই এই বৈঠকে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও শিল্পপতিরা কীভাবে পর্যটন ক্ষেত্রের উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি আগামী ১৩ ও ১৪ জুলাই রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বক্তব্য় রাখবেন। ওই বৈঠকে তিনি ‘ইন্ডিয়া ডিক্লেরেশন’ ও ‘গোয়া রোড ম্যাপ’ নিয়েও আলোচনা করা হবে, যা পরিবেশ বান্ধব উন্নয়ন ও বিভিন্ন দেশকে এক সূত্রে বাঁধতে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়েছিল।