Crime Against Woman: ক্লিনিকের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার চিকিৎসক

দিল্লির নন্দনগরী এলাকার ওই ক্লিনিকে নার্সের কাজ করতেন বলে জানিয়েছেন নির্যাতিতা মহিলা। তিনি জানিয়েছেন ২০২১ সালের অগস্ট মাসে ক্লিনিকের ভিতর তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক। সেই ঘটনার ভিডিয়োও তিনি তুলেছিলেন বলে অভিযোগ।

Crime Against Woman: ক্লিনিকের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার চিকিৎসক
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 2:15 PM

নয়াদিল্লি: নার্সকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। উত্তর-পূর্ব দিল্লির নন্দনগরী এলাকার একটি ক্লিনিকের মধ্যে ৩৪ বছর বয়সী ওই নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ধর্ষণের ঘটনার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

দিল্লির নন্দনগরী এলাকার ওই ক্লিনিকে নার্সের কাজ করতেন বলে জানিয়েছেন নির্যাতিতা মহিলা। তিনি জানিয়েছেন ২০২১ সালের অগস্ট মাসে ক্লিনিকের ভিতর তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক। সেই ঘটনার ভিডিয়োও তিনি তুলেছিলেন বলে অভিযোগ। ওই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে ৭ লক্ষ টাকা নার্সের কাছ থেকে চিকিৎসক আদায় করেছেন বলেও পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। ঘটনা নিয়ে এ বছর জুন মাসে নন্দনগরী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩২৮ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সম্প্রতি অভিযুক্ত চিকিৎসককে উত্তর প্রদেশের ফৈজাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক অফিসার। গত কয়েক দিন ধরে ওই ক্লিনিক বন্ধ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত চিকিৎসককেও।