‘কোন মায় কা লালের হিম্মত আছে দেখি’, ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বললেন অভিষেক

৯ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই দফতর থেকে বেরিয়েই বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি।

'কোন মায় কা লালের হিম্মত আছে দেখি', ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বললেন অভিষেক
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 9:34 PM

নয়া দিল্লি: ‘যা করার আছে করে নিন। তৃণমূল কোনও অবস্থাতেই মাধা নোয়াবে না।’ ৯ ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে জিজ্ঞাসাবাদ চলার পর বেরিয়ে এমনটাই বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এ বিজেপিকে হারানোর ডাক দিলেন তিনি। ইডি, সিবিআই লাগিয়ে নয়, রাজনৈতিক পথেই লড়ার বার্তা দিলেন অভিষেক। আজ সকাল ১১ টায় দিল্লিতে ইডির জামনগরের অফিসে ঢোকার পর চলে ম্যারাথন প্রশ্নোত্তর পর্ব। একগুচ্ছ প্রশ্নের মধ্যে উঠে আসে বিনয় মিশ্র, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। বেরিয়েই পদ্ম শিবিরকে কড়া বার্তা দেন তিনি। দিল্লি থেকে তো বটেই, বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়েও তৃণমূল গেরুয়া শিবিরকে পরাজিত করবে বলে বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, অভিষেক লড়তে হলে রাজনৈতিক পথে লড়তে হবে। অভিষেককে কয়লা কেলেঙ্কারিতে এ ভাবে তলব করা যে আদতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা, সেই দাবি আগেও করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এবার সেই কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘আমাদের জীবন দিয়ে দেব তবু মাথা নোয়াব না এই সব ভীতুদের কাছে, যারা রাজনৈতিক ভাবে হারাতে পারে না।’ তাঁর কথায়, ‘আমাদের পেটের মধ্যে আগুন আছে। আমরা ২০২৪-এ বিজেপিকে হারাবই। কথা দিয়ে গেলাম।’

বিজেপিকে তোপ দেগে অভিষেক মনে করিয়ে দেন, বাংলার নির্বাচন গেরুয়া শিবিরের ফল প্রত্যাশাজনক হয়নি। তিনি বলেন, ‘অমিধ শাহ অনেক স্বপ্ন দেখেছিলেন। কী অবস্থা হল দেখুন। অমিত শাহের গাড়ি ৭০-এ আটকে গেল।’ ৯ ঘণ্টার জিজ্ঞসাবাদে অভিষেককে যে একাধিক অস্ব্স্তিজনক প্রশ্নে তদন্তকারী আধিকারিকেরা চাপের মুখে ফেলতে চেয়েছেন, তেমনটাই সূত্রের খবর। আর সেই জেরা শেষ করে রীতি মতো গলার জোরে অভিষেক বলেন, ‘কোন মায় কা লালের হিম্মত আছে দেখি, যে ধমকে- চমকে তৃণমূলকে চুপ করাবে। যা করার আছে করে নিন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা লাগানোর আছে লাগিয়ে দিন। কিন্তু বিজেপিকে আমরা হারাবই।’ পাশাপাশি অভিষেক দাবি করেছেন, বাংলায় ২৫ জন বিধায়ক এই মুহূর্তে বিজেপিতে আসার জন্য আটকে রয়েছে।

ইডির মোট চারজন আধিকারিক এ দিন জেরা করছেন অভিষেককে। আর সেই প্রশ্নে অবশ্যই রয়েছে বিনয় মিশ্রের নাম। রুজিরা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের শ্যালিকা মানেকা গম্ভীরের নামে থাকা অ্যাকাউন্ট নিয়েও প্রশ্ন করা হয়েছে তাঁকে। এ দিন অভিষেককে সরাসরি প্রশ্ন করা হয় বিনয় মিশ্র এখন কোথায়? আসে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসঙ্গে। থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চান আধিকারিকরা। বেরিয়ে অভিষেক জানিয়েছেন যে তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আরও পড়ুন: ভোটের পরই বারবার তৃণমূলের অফার, সাক্ষাৎকারে অকপট নওশাদ