Pragya Singh Thakur: বাস্কেটবল, বিয়ে বাড়ির নাচের পর এবার ক্রিকেট খেলছেন ‘অসুস্থ’ প্রজ্ঞা সিং ঠাকুর!
BJP MP Pragya Singh Thakur: স্বাস্থ্যের কারণ দেখিয়ে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা দেননি ভোপালের বিজেপি সাংসদ। তবে তিনি বাস্কেট বল খেলতে পারছেন। বিয়েতে নাচতে পারছেন। ব্যাট হাতে বোলার শাসনও করছেন!
দেশ: স্বাস্থ্যের কারণ দেখিয়ে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা দেননি ভোপালের বিজেপি সাংসদ। তবে তিনি বাস্কেট বল খেলতে পারছেন। বিয়েতে নাচতে পারছেন। ব্যাট হাতে বোলার শাসনও করছেন! এ নিয়ে বিরোধীদের তরফে ভেসে এল কটাক্ষ।
দীর্ঘদিন অসুস্থ প্রজ্ঞা সিং ঠাকুর চলাফেরা করার জন্য হুইল চেয়ারের সাহায্য নেন। কিন্তু সোশ্যল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গেল তিনি ক্রিকেট খেলছেন। প্রায় এক মিনিট দীর্ঘ এই ভিডিয়োয় দেখা যাচ্ছে চোখে সানগ্লাস আর গেরুয়া বসন পরিহিত প্রজ্ঞা দাঁড়িয়ে আছেন ব্যাট হাতে। কর্মী ও দর্শকদের উচ্ছ্বাসে বলে হিট-ও করলেন তিনি।
এর আগে নবরাত্রিতে নেচে ছিলেন বিজেপি সাংসদ। শুধু তাই নয়, সম্প্রতি বাস্কেট বল খেলতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ভোপালে নিজের বাড়িতে দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের আয়োজন করেছিলেন ভোপালের বিজেপি সাংসদ। সেই বিয়েতে ৫১ বছরের ‘অসুস্থ’ সাংসদকে নাচ করতে দেখা যায়। নিজে নাচা ছাড়াও বিয়েতে উপস্থিত অতিথিদেরও তিনি নাচতে অনুরোধ করেন। সেই ভিডিয়ো তুলে ধরে কটাক্ষ ছোঁড়েন কংগ্রেস নেতারা। এবার প্রজ্ঞা দেখা গেল ব্যাট হাতে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল তাঁর এই ক্রিকেট খেলার ভিডিয়ো।
BJP MP Pragya Singh Thakur was seen playing cricket in Shakti Nagar Bhopal. pic.twitter.com/zR35yO1UAJ
— Mario David Antony Alapatt (@davidalapatt) December 26, 2021
এর মধ্যে গত বছরের ডিসেম্বরে দিল্লির এইমস-এ বেশ কিছুদিন ভর্তি ছিলেন তিনি। এর পর গত মার্চেও অসুস্থতার জন্যে তাঁকে ভোপাল থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে তাঁর বাস্কেটবল খেলার চবি ভাইরাল হতেই কটাক্ষ করে টুইট করেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা। সালুজা লেখেন, ‘এত দিন সাধ্বী প্রজ্ঞাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখতাম। কিন্তু আজ তাঁকে ভোপাল স্টেডিয়ামে বাস্কেটবল খেলতে দেখলাম। ভালো লাগল খুব। এত দিন আমরা জানতাম, শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিক করে হাঁটতে চলতে পারেন না। ভগবান তাঁর শরীর সব সময়ে সুস্থ রাখুক।’
উল্লেখ্য, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। আহত হন বেশ কয়েকজন। সেই বিস্ফোরণ মামলায় নাম জড়ায় প্রজ্ঞা সিং ঠাকুরের। দীর্ঘদিন ধরে চলা তদন্তে জেলেও যেতে হয়েছিল তাঁকে। তার মধ্যে অসুস্থতাজনিত কারণে জামিন পেয়েছিলেন প্রজ্ঞা। ২০১৭ সালে এনআইএ প্রজ্ঞাকে জামিন দেয়।
তার পর ২০১৯ সালে বিজেপির টিকিটে ভোটে লড়েন প্রজ্ঞা। ভোপাল কেন্দ্র থেকে জয়ীও হন। দিগ্বিজয় সিংয়ের মতো হেভিওয়েট কংগ্রেস প্রার্থীকে প্রায় সাড়ে তিল লাখ ভোটে হারান তিনি। এর মধ্যে বেশ কয়েকবার মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তে আদালতের ডাক পেয়েছেন প্রজ্ঞা। গত নভেম্বরে মুম্বইয়ের বিশেষ জাতীয় তদন্তকারী এজেন্সি আদালতে হাজিরা দিতে হয়েছে। নির্দেশ রয়েছে যখনই তদন্তের প্রয়োজনে ডা ক পড়বে তাঁকে হাজির হতে হবে আদালতে।
আরও পড়ুন: Good Governance Index: সুশাসনের সূচকে শীর্ষে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া; ভাল কাজ যোগীরাজ্যেও