Ajit Pawar: মন্ত্রিসভার রদবদলের পর আচমকাই শরদ পাওয়ারের বাড়িতে হাজির ভাইপো অজিত

Ajit Pawar: গত ২ জুলাই কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে শিন্ডে শিবিরের হাত ধরেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে তৈরি হয় অস্থির পরিস্থিতি।

Ajit Pawar: মন্ত্রিসভার রদবদলের পর আচমকাই শরদ পাওয়ারের বাড়িতে হাজির ভাইপো অজিত
শরদ পাওয়ারের বাড়িতে অজিতImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 6:57 AM

মুম্বই: সম্প্রতি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। যেভাবে কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে শরদ পাওয়ারের শিবির ছাড়েন অজিত, তাতে বিরোধটা একেবারে স্পষ্ট হয়ে যায়। আর সেই ঘটনার পর শুক্রবার আচমকাই কাকা শরদ পাওয়ারের বাড়িতে হাজির হন অজিত। একনাথ শিন্ডে শিবিরের মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী অজিতকে শুক্রবারই দেওয়া হয়েছে অর্থ দফতর। মন্ত্রিসভার রদবদলের কয়েক ঘণ্টা পরই শরদ পাওয়ারের বাসভবনে হাজির হন অজিত। জানা গিয়েছে শরদের স্ত্রী প্রতিভা পাওয়ারকে দেখতেই তাঁদের বাসভবনে গিয়েছিলেন এই বিদ্রোহী এনসিপি নেতা।

শুক্রবারই দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে প্রতিভা পাওয়ারের। তাঁর হাতে একটি অপারেশন হয়েছে বলে জানা গিয়েছে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসভবনে ফিরে যান তিনি। এরপরই সিলভার ওক নামে সেই বাড়িতে উপস্থিত হন অজিত পাওয়ার। কাকা শরদ পাওয়ারের সঙ্গে বিরোধ সামনে আসার পর এি প্রথম বার এনসিপি সুপ্রিমোক বাড়িতে গেলেন অজিত।

জানা যায়, প্রতিভা পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ২০১৯ সালে যখন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের হাতে ধরেছিলেন অজিত, তখন তাঁকে এনসিপিতে ফেরাতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রতিভা। এনসিপি নেতারা প্রতিভাকে কাকি বলেই ডাকেন। জানা যায়, বরাবরই এনসিপি-তে বেশ প্রভাব রয়েছে তাঁর। তবে কোনওদিনই তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।

গত ২ জুলাই কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে শিন্ডে শিবিরের হাত ধরেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে তৈরি হয় অস্থির পরিস্থিতি। গত রবিবার উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। এনসিপি দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়েই বিরোধ বলে জানা যায়। এমনকী দলের প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছেন অজিত। যদিও শরদ পাওয়ার স্পষ্ট করে দিয়েছেন, প্রতীক তাঁর হাতেই থাকবে। শুক্রবার শুধু অজিত নন, তাঁর শিবিরের আরও ৮ বিধায়কও শিন্ডের মন্ত্রিসভায় বিভিন্ন দফতর পেয়েছেন।