Anubrata-Sukanya: তিহাড়ের পাশাপাশি সেলে রয়েছেন পিতা-কন্যা, শনিবার কথা হতে পারে অনুব্রত-সুকন্যার

তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি জানিয়েছেন সুকন্যা। এই প্রেক্ষাপটেই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং জামিনের আবেদন জানাবেন বলে সূত্রের খবর।

Anubrata-Sukanya: তিহাড়ের পাশাপাশি সেলে রয়েছেন পিতা-কন্যা, শনিবার কথা হতে পারে অনুব্রত-সুকন্যার
তিহাড় জেলে অনুব্রত-সুকন্যা।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 10:40 PM

দিল্লি: বেশ কয়েক মাস পর তিহাড় জেলেই মুখোমুখি হতে চলেছেন বাবা-মেয়ে। তিহাড় জেলের (Tihar Jail) নিয়ম অনুসারেই আগামী শনিবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে মেয়ে সুকন্যার (Sukanya Mondal) দেখা হতে পারে। কেননা প্রতি সপ্তাহের শনিবার কয়েদিদের সঙ্গে তাঁদের পরিবারের দেখা করার অনুমতি রয়েছে। সেক্ষেত্রে বিশেষ কোনও বাধা না থাকলে এবং জেল সুপারের অনুমতি পেলেই অনুব্রত ও সুকন্যার দেখা হতে পারে। তিহাড় জেল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, গোরু পাচার মামলায় অনুব্রতর মণ্ডলের পর গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। বর্তমানে তাঁরও ঠাঁই হয়েছে তিহাড় জেলে। একেবারে অনুব্রতর পাশে ৬ নম্বর সেলেই রয়েছেন সুকন্যা। কিন্তু, তারপরেও বাবার সঙ্গে দেখা হয়নি তাঁর। মাতৃহারা সুকন্যা গ্রেফতার হওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন। বাবার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। গ্রেফতারির পর থেকেই বাবার সঙ্গে দেখা করার জন্য, বান্ধবীর সঙ্গে কথা বলতে চেয়ে তদন্তকারী গোয়েন্দাদের কাছে রীতিমতো কান্নাকাটি করেছেন সুকন্যা। যদিও কান্নাকাটি করেও কোনও সুরাহা হয়নি। অবশেষে তিহাড় জেলের সাধারণ নিয়ম অনুসারেই শনিবার বাবা-মেয়ের দেখা হতে পারে।

এদিকে, অনুব্রত মণ্ডল আসানসোল জেলে ফিরতে চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে। আগামী শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। অনুব্রত আদৌ রাজ্যে ফিরতে পারবেন না কি তিহাড়েই আরও রাত কাটাতে হবে, তা সেদিন জানা যেতে পারে। তবে অনুব্রতর আবেদন আদালত মেনে নিলেও সুকন্যা কবে রাজ্যে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন কেষ্ট-কন্যা। আগামী ১২ মে ফের তাঁকে পেশ করা হবে রাউস আদালতে। তবে তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি জানিয়েছেন সুকন্যা। এই প্রেক্ষাপটেই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং জামিনের আবেদন জানাবেন বলে সূত্রের খবর।