Indian Embassy in Sudan: যুদ্ধবিধ্বস্ত সুদানের পরিস্থিতি ভয়াবহ, খার্তুম থেকে সরানো হচ্ছে ভারতীয় দূতাবাস
বিদেশমন্ত্রকের বিবৃতিতে নতুন দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য নতুন ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে, সেগুলি হল- 248 999163790, 249 915028256। ই-মেল- cons1.khartoum@mea.gov.in.
নয়া দিল্লি: সুদানের (Sudan) এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। পরিস্থিতি বেশ ভয়াবহ। এই পরিস্থিতিতে সুদানে ভারতীয় দূতাবাস (Indian Embassy) স্থানান্তরিত করা হচ্ছে। খার্তুম থেকে ভারতীয় দূতাবাস সাময়িকভাবে পোর্ট সুদানে স্থানান্তরিত করা হবে। মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। নতুন দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য নতুন ফোন নম্বর ও ইমেল আইডি ইতিমধ্যে প্রকাশ করেছে বিদেশমন্ত্রক।
এদিন বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়, খার্তুম শহরে হামলা সহ সুদানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, খার্তুমে ভারতীয় দূতাবাস সাময়িকভাবে পোর্ট সুদানে স্থানান্তরিত করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” বিদেশমন্ত্রকের বিবৃতিতে নতুন দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য নতুন ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে, সেগুলি হল- 248 999163790, 249 915028256। ই-মেল- cons1.khartoum@mea.gov.in.
প্রসঙ্গত, সুদানে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী এবং উপ-সেনাপ্রধানের অনুগত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। সুদানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যুদ্ধে এখনও পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ৪,০০০ আহত হয়েছে। সুদানে প্রবাসী ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার। সেই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন কাবেরী” (Operation Kaveri)। সুদান থেকে আকাশ ও জলপথে উদ্ধার করে আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। এখনও পর্যন্ত ৩ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।