Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: অনুব্রত মামলায় সিব্বলের দাবি শুনে রেগে গেলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি

Anubrata Mondal: বারবার একই দাবি জানানোয় রেগে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। পরবর্তী শুনানির দিনও বলতে চাননি তিনি।

Anubrata Mondal: অনুব্রত মামলায় সিব্বলের দাবি শুনে রেগে গেলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি
দিল্লি হাইকোর্টে অনুব্রতর মামলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 5:02 PM

নয়া দিল্লি: দিল্লি নিয়ে যাওয়ায় ঘোর আপত্তি কেষ্ট মণ্ডলের। তাই একই দিনে দুই হাইকোর্টে মামলা করেছেন তৃণমূলের জেলা সভাপতি। দিল্লি যাওয়া আটকাতে, স্থগিতাদেশ চেয়েই এই দুই মামলা করেছেন তিনি। তবে কলকাতা হাইকোর্টের শুনানি শেষ না হতেই কেন দিল্লিতে মামলা করা হল, তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি দীনেশ কুমার শর্মা। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়েই মামলা করা হয়। শুক্রবার সেই শুনানিতে উপস্থিত ছিলেন দু পক্ষের আইনজীবী। অনুব্রতর (Anubrata Mondal) পক্ষের আইনজীবী কপিল সিব্বলকে এদিন কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি। রেগে গিয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যেতেও দেখা হয় তাঁকে। শুনানি পিছিয়ে গিয়েছে সেই মামলার।

এদিন দুপুর ২ টো ১৫ মিনিটে শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু ইডি-র আইনজীবী ও অনুব্রতর আইনজীবীর পৌঁছতে দেরি হওয়ায় শুনানি শুরু হয় দেরিতে। অনুব্রত মণ্ডলের তরফে দায়ের করা মামলায় এখনই হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের শুনানি শেষ হওয়ার পর দিল্লি হাইকোর্টে হতে পারে শুনানি। ক্ষুব্ধ বিচারপতি অনুব্রতর আইনজীবীকে প্রশ্ন করেন, কলকাতা হাইকোর্টে একই ধরনের মামলার শুনানি শেষ হওয়ার আগেই কেন দিল্লি হাইকোর্টে মামলা?

পরের শুনানির দিন কবে হবে, তা নিয়ে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বারবার সওয়াল করতে থাকেন। তা শুনেও রেগে যান বিচারপতি। অনুব্রতর তরফে দাবি করা হয়, যাতে আগামী ৬ মার্চ অর্থাৎ সোমবারই শুনানির দিন ধার্য করা হয়। বারবার একই দাবি জানানোয় রেগে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। পরবর্তী শুনানির দিনও বলতে চাননি তিনি। তবে আগামী সপ্তাহে যে শুনানি হবে, তা জানানো হয়েছে।

এদিন শুনানি পিছিয়ে যাওয়ায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনত আর কোনও বাধা রইল না। কলকাতা হাইকোর্টেও এদিন শুনানি পিছিয়ে গিয়েছে। শনিবার বিশেষ বেঞ্চ শুনবে অনুব্রতর সেই মামলা।