Vocal for Local: মোদীর ‘ভোকাল ফর লোকালের’ জন্য ‘ভোকাল’ অনুপম-জ্যাকি-বোমানেরা, দীপাবলিতে X-এ করলেন পোস্ট
Vocal for Local: এক্স মাধ্যমে কিছু পড়ুয়াদের ভিডিয়ো পোস্ট করে অনুপম লিখেছেন, এই শিশুরা কথা বলতে পারে না। কিন্তু স্থানীয়দের কাছের প্রতি তারা আবেগাপ্লুত। শ্রী নাকোদা কর্ণ বধির স্কুলের (সারাওয়ালি, থানে) ছাত্ররাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্য়োগের সঙ্গে আছে।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আগেও একাধিকবার শোনা গিয়েছে ‘ভোকাল ফর লোকালের’ স্লোগান। এবার দীপাবলিতেও এবার আঞ্চলিক সামগ্রী কেনার উপর নতুন করে জোর দিয়েছেন মোদী। আবেদনও জানিয়েছেন আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্ত পণ্য বিক্রি হয় সেগুলি বিক্রির উপরে। টুইটারেও করেছেন পোস্ট। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। পোস্ট করেছেন অনুপম খের থেকে ভূমি পেডেনকর, জ্যাকি শ্রফ, বোমান ইরানির মতো নামজাদা অভিনেতারা।
এক্স মাধ্যমে কিছু পড়ুয়াদের ভিডিয়ো পোস্ট করে অনুপম লিখেছেন, ‘এই শিশুরা কথা বলতে পারে না। কিন্তু স্থানীয়দের কাছের প্রতি তারা আবেগাপ্লুত। শ্রী নাকোদা কর্ণ বধির স্কুলের (সারাওয়ালি, থানে) ছাত্ররাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্য়োগের সঙ্গে আছে।’ এই ভিডিয়োটি দেখার পর আমি খুশি হয়েছি। আসুন সবাই পূর্ণ উদ্যমে যোগদান করি #VocalForLocal এর এই মহান আত্মত্যাগে। শুভ দীপাবলি।
Diwali is an occasion of joy.
Check out this video to see how Modi Government has brightened up lives of crores of our citizens & spread joy with its various schemes.#VocalForLocal pic.twitter.com/ILXL6WmIKr
— MyGovIndia (@mygovindia) November 10, 2023
অন্যদিকে ভোকাল ফর লোকালের হয়ে আওয়াজ তুলে ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন ভূমি পেডেনকর। এক্স মাধ্যমে পোস্ট করেছেন জ্যাকি শ্রফও। একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, যখন আমরা একটি স্থানীয় পণ্য কিনি, তখন আমরা আমাদের নিজের অনেক লোকের মধ্যে অনেক আনন্দ ছড়িয়ে দিই। তাঁরাও এই নয়া উদ্যোগের অংশ হয়ে ওঠেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা সুন্দর উদ্যোগ। আসুন এই দীপাবলিতে #VocalForLocal এর হাত ধরে নতুন প্রতিজ্ঞা করি। এক্স মাধ্যমে ভোকাল ফর লোকালের হয়ে আওয়াজ তুলে ভিডিয়ো পোস্ট করেছেন বোমান ইরানিও। #ভোকালফরলোকাল হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘দীপাবলি আনন্দের উৎসব। মোদি সরকার কীভাবে আমাদের কোটি কোটি নাগরিকের জীবনকে আলোকিত করেছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আনন্দ ছড়িয়েছেন তা দেখতে এই ভিডিয়োটি দেখুন।’
When we buy one local product, we spread happiness amongst so many of our own people who have been a part of its journey… A beautiful initiative by our PM Shri @NarendraModi. This Diwali let’s pledge to go #VocalForLocal@PMOIndia pic.twitter.com/p3Gx5WwMD6
— Jackie Shroff (@bindasbhidu) November 7, 2023