Anurag Thakur: ‘সম্পর্ক সে সমর্থন’, বক্সার রোহিত টোকাসের বাড়িতে অনুরাগ ঠাকুর
Anurag Thakur meets Boxer Rohit Tokas: দিল্লির এই বক্সার ব্রিটেনের বার্মিংহামে ২০২২ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বৃহস্পতিবার, তাঁর সঙ্গে দেখা করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
নয়া দিল্লি: মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে, ‘সম্পর্ক সে সমর্থন’, নামে এক কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি অনুসারে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপি নেতারা। তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মোদী সরকারের ৯ বছরের শাসনের সাফল্যের কাহিনি তাঁরা তুলে ধরছেন। বৃহস্পতিবার (১৯ জুন), এই কর্মসূচির অংশ হিসেবে প্রখ্যাত বক্সার রোহিত টোকাসের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। নয়াদিল্লির কাছে মুনিরকা গ্রামে রোহিতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী। রোহিতের সঙ্গে সাক্ষাতের পর, অনুরাগ ঠাকুর জানান, দেশে খেলাধুলা ও ক্রীড়াবিদদের উৎসাহিত করতে বহু পদক্ষেপ করেছে মোদী সরকার। মুনিরকা গ্রাম যে ক্রীড়াবিদ ও খেলাধুলার জন্য বিখ্যাত, তাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
অনুরাগ ঠাকুর বলেন, “রোহিত টোকাস বক্সিংয়ে পদক জিতে দেশের সুনাম বাড়িয়েছেন। তিনি এখন রেলওয়েতে কাজ করেন। তবে, তিনি সেখানেই থেমে নেই, ভবিষ্যৎ ক্রীড়াবিদদের তৈরিও করছেন তিনি। রোহিতের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দ পেলাম।” ক্রীড়া ক্ষেত্রে ভারতের উন্নতিতে প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী বলেন, “তিনি দেশের ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছেন। দেশ এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতকে বিশ্বের এক নম্বর দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী মোদী প্রতিনিয়ত কাজ করে চলেছে। মোদীর নেতৃত্বে বিজেপি আগামী নির্বাচনে জয়লাভ করবে এবং দেশ নিশ্চিতভাবে আরও এগিয়ে যাবে। ভারতকে সুপার পাওয়ারে পরিণত করতে হলে জনগণের আশীর্বাদে মোদী সরকারকে আবার ক্ষমতায় আসতে হবে।”
Delhi | Under the Modi govt, sports and athletes have been encouraged. Munirka village is known for its athletes and the sport. Boxer Rohit Tokas has made us all proud by winning medals for the country. He not only works for the Railways but also trains the budding athletes.… pic.twitter.com/ZhhvKfHGDk
— ANI (@ANI) June 29, 2023
কে এই রোহিত টোকাস? দিল্লির এই বক্সার ব্রিটেনের বার্মিংহামে ২০২২ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার আগে হাঁটুর চোটের কারণে দুই বছরেরও বেশি সময় রিং-এর বাইরে ছিলেন। কমনওয়েলথ গেমসে তাঁর প্রথম ম্যাচের দশ দিন আগে ফের সেই পুরোনো ব্যথা অনুভব করেছিলেন রোহিত। তাঁর স্বাস্থ্যের কথা ভেবে কোচ তাঁকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, রোহিত পিছিয়ে যাননি। দিল্লির বক্সার জানিয়েছেন, একটি ব্যায়াম করার সময় তাঁর হাঁটু মুচড়ে গিয়েছিল। ওই চোট পাওয়ার পর, তিনি পা ভাঁজই করতে পারছিলেন না। উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর কোচ। তবে, ফিজিও তাঁকে ভরসা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রোহিতের চোট তিনি সারিয়ে দেবেন। তবে, রিংয়ের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করাটা পুরোপুরি তাঁর উপর নির্ভর করছে। স্বর্ণপদকই ছিল তাঁর চূড়ান্ত লক্ষ্য। সেটা না হলেও, ব্রোঞ্জ নিয়ে ফিরেছিলেন তিনি।