বিনা পয়সায় বিদ্যুতের দরকার নেই; বিধায়ককে চাই, টুইট তরুণীর! ‘প্রণয় প্রস্তাবে’র জবাবে মন কাড়লেন AAP নেতা

পঞ্জাবের ভোট নিয়ে তোড়জোর শুরু হয়ে গিয়েছে। অরবিন্দ কেজরীবালের আম আদমি সরকার ইতিমধ্যেই বলেছে, সে রাজ্যে ক্ষমতায় এলে নিখরচায় বিদ্যুৎ পাবেন মানুষ।

বিনা পয়সায় বিদ্যুতের দরকার নেই; বিধায়ককে চাই, টুইট তরুণীর! 'প্রণয় প্রস্তাবে'র জবাবে মন কাড়লেন AAP নেতা
ছবি ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 12:11 AM

নয়া দিল্লি: আম আদমি পার্টির (AAP) বিধায়ক হিসাবে রাঘব চাড্ডা পরিচিত মুখ। তবে সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রস্তাবও পেয়েছেন আপ-এর বিধায়ক-মুখপাত্র। অবশ্য রাঘবও কখনও কখনও বেশ মজাদার জবাব দেন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।

পঞ্জাবের ভোট নিয়ে তোড়জোর শুরু হয়ে গিয়েছে। অরবিন্দ কেজরীবালের আম আদমি সরকার ইতিমধ্যেই বলেছে, সে রাজ্যে ক্ষমতায় এলে নিখরচায় বিদ্যুৎ পাবেন মানুষ। বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছে তাঁর আম আদমি পার্টি। এ নিয়েই রাঘবের এক টুইটে এক তরুণী মন্তব্য করেন, ‘আমি রাঘব চাই, বিদ্যুৎ নয়।’

এই মন্তব্য নিয়ে রীতিমত বাকি টুইটারাতিরা আলোচনা শুরু করেন। সেখানেই দিল্লির রাজিন্দর নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাঘব চাড্ডা উত্তর দেন, ‘আমি ম্যানিফেস্টোতে নেই। তবে নিখরচায় বিদ্যুৎ রয়েছে। কেজরীবালকে ভোট দিন এবং আমি কথা দিচ্ছি আপনারা ২৪x৭ বিনা পয়সায় বিদ্যুৎ পরিষেবা পাবেন।’ সঙ্গে একটি স্মাইলিও দেন এই তরুণ রাজনীতিক। আরও পড়ুন: ইঁদুর দৌড়ে ছুটতে গিয়েই ক্লান্ত ওরা! শিশু-আত্মহত্যায় দেশে দ্বিতীয় বাংলা, এনসিআরবির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য