Gold Recover: জুতোর ভিতর থেকে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার সোনা, গ্রেফতার ২
দুবাইগামী এক যাত্রীর জুতোর ভিতর থেকে ২৫৪ গ্রাম সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৪ লক্ষ ১৯ হাজার ৮৬০ টাকা।
জয়পুর: জুতোর ভিতরেই লুকানো সোনার বিস্কুট। বলা ভাল, লক্ষ টাকার সোনার বিস্কুট সহ জুতো পড়ে দুবাইয়ে বাড়ি দিচ্ছিল ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হল না। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের হাতেই ধরা পড়ে গেল ওই ব্যক্তি। উদ্ধার হলো প্রায় ১৫ লক্ষ টাকার সোনা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দুই ব্যক্তি জয়পুর থেকে দুবাইয়ের বিমান ধরতে যাচ্ছিলেন। জুতোর ভিতর সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, বিমানে ওঠার আগে চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান তাঁরা। তারপরেই তাঁদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দরের এক আধিকারিক জানান, দুবাইগামী এক যাত্রীর জুতোর ভিতর থেকে ২৫৪ গ্রাম সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৪ লক্ষ ১৯ হাজার ৮৬০ টাকা। ওই ব্যক্তি জুতোর ভিতরে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে দুবাই পাড়ি দিচ্ছিলেন। এই সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তবে কোথা থেকে এগুলি আনা হয়েছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা স্পষ্ট নয়। ওই ব্যক্তি ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, মাস দুয়েক আগে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন এলাকা থেকে একইভাবে দুই ব্যক্তির জুতো থেকে ২ কোটিরও বেশি টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মায়ানমারের (Myanmar)বাসিন্দা। দুজনের দু-জোড়া জুতো থেকে মোট ২৯টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪২ লক্ষ ৯৯ হাজার টাকা। বিপুল পরিমাণ এই সোনা পাচারের উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর বা DRI অভিযানেই হাতেনাতে ধরা পড়ে তারা। তদন্ত শুরু করেছে পুলিশ।