Agni-V Ballistic Missile: পুরো চিন-পাকিস্তান এর পাল্লায়, রাতের অন্ধকারেও সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

Agni-5 Missile: বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভারত, রাতের অন্ধকারে সফলভাবে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল।

Agni-V Ballistic Missile: পুরো চিন-পাকিস্তান এর পাল্লায়, রাতের অন্ধকারেও সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
রাতের অন্ধকারে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 9:48 PM

নয়া দিল্লি: অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের উত্তেজনা ফের বেড়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভারত, রাতের অন্ধকারে সফলভাবে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল। অগ্নি-৫ মিসাইল নির্ভুল ভাবে ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ, চিনের প্রায় প্রতিটি শহরই এই ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। এর আগে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের অনান্য সংস্করণের পরীক্ষাতেও সফল হয়েছে ভারত।

এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ওড়িশা উপকূলের কাছে আব্দুল কালাম দ্বীপের এক সামরিক ঘাঁটি থেকে এদিন ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। প্রতিরক্ষা বিভাগের এক সূত্র জানিয়েছে, কিছু নতুন প্রযুক্তি এবং উপকরণের কার্যকারিতা পরীক্ষা করার জন্যই এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। ওই সূত্র আরও জানিয়েছে, এদিনের পরীক্ষায় দেখা গিয়েছে প্রয়োজনে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পাল্লা আরও বাড়ানো যেতে পারে। এদিন, পরীক্ষার আগে বঙ্গোপসাগরে নো-ফ্লাই জ়োন ঘোষণা করা হয়েছিল।

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রর মূল বৈশিষ্ট্য –

– অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিআরডিও

– এটি একেবারে নির্ভুলভাবে ৫,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে

– এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৯,৪০১ কিলোমিটার

– অগ্নি-৫-এ একটি তিন-পর্যায়ের সলিড-ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়

– এটি সড়কপথেও ট্রাকে করে বহন করা যায় এবং একটি ক্যানিস্টারের মাধ্যমে নিক্ষেপ করা যায়

– অগ্নি-৫ একাধিক ওয়ারহেড বহনে সক্ষম

এদিকে, রাতের আকাশে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রকে দেখতে পেয়ে পূর্ব ভারতের একটা বড় অংশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর থেকে কলকাতা পর্যন্ত রাতের আকাশে এক ‘রহস্যময় আলো’ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই আলো যে অগ্নি-৫-এর , তা প্রথমে কেউই ধরতে পারেননি। ওই আলো কীসের আলো, তাই নিয়ে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অনেকেই ওই আলোর ছবি ভিডিয়ো পোস্ট করে, ভারতের সামরিক ক্ষেত্রে এই সাফল্য উদযাপন করেছেন।