MM Naravane heads to Israel: প্রতিরক্ষায় আরও জোর, ৫ দিনের ইজরায়েল সফরে সেনা প্রধান নারাভানে
India - Israel Bilateral Relations: পাঁচ দিনের সফরে আজ ইজরায়েলের উদ্দেশে রওনা দিয়েছেন সেনা প্রধান এম এম নারাভানে। সফরে দুই দেশের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও উন্নত করতে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
নয়া দিল্লি: ভারত ইজরায়েল প্রতিরক্ষা সম্পর্ক আরও উন্নত করতে এবার জেরুজালেমের উদ্দেশে রওনা দিলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। পাঁচ দিনের সফরে আজ ইজরায়েলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সফরে দুই দেশের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও উন্নত করতে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
প্রতিরক্ষা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ভারত-ইজরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (JWG) একটি ১০ বছরের রোডম্যাপ তৈরি করতে টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক সপ্তাহ পরেই নারভানের এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, এটিই নারাভানের প্রথম ইজরায়েল সফর। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা প্রধান ইজরায়েল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পথকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ইসরায়েল নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হবে। বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনায় থাকবেন তিনি।
গত মাসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইজরায়েলে গিয়েছিলেন। আর এবার সেনা প্রধানের ইজরায়েল সফর। স্পষ্টতই বোঝা যাচ্ছে, ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত।
২০২১ সালের মার্চ মাসে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)) দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ইজরাইল গত পাঁচ বছর ধরে ভারতের শীর্ষ তিনটি অস্ত্র সরবরাহকারীদের মধ্যে রয়েছে। ২০১৬-২০ সালে ইসরায়েল ভারতের অস্ত্র আমদানির ১৩ শতাংশের সরবরাহ দিয়েছে ইজরায়েল। ৪৯ শতাংশের সরবরাহ দিয়েছে রাশিয়া এবং ফ্রান্স সরবরাহ করেছে ১৮ শতাংশ অস্ত্র।
আগামী দশকের জন্য কোন কোন ক্ষেত্রে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে, তা চিহ্নিত করতে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অক্টোবরের শেষের দিকে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং ইজরায়েলি প্রতিরক্ষা আধিকারিক মেজর জেনারেল আমির এশেলের সহ-সভাপতিত্বে ওই বৈঠকের সময়ে এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্লাসগোয় কপ ২৬ শীর্ষক জলবায়ু সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেট। সেই সময়েই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক নতুন মাত্রার ইঙ্গিত দিয়েছিল। ওই খোশমেজাজি আলোচনা পর্ব চলাকালীন বেনেট মোদীকে বলেন, “আপনি কি জানেন, ইসরায়েলে সবথেকে জনপ্রিয় ব্যক্তি আপনিই। আপনি বরং আমার দলে যোগ দিন।” আর এই কথা শুনে হেসে কুটোপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরের জুনেই ইসরায়েলের নির্বাচনে তাঁকে হারিয়ে ক্ষমতায় এসেছে বেনেটে দল। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নাফটালি বেনেট। আর তারপর থেকে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে এই প্রথম কোনও আনুষ্ঠানিক সাক্ষাৎ।
আরও পড়ুন : Air Pollution: দিল্লির পর এবার হরিয়ানারও চার জেলায় বন্ধ স্কুল, চালু ‘ওয়ার্ক ফ্রম হোম’