বাড়িতে ডেকে বন্ধুকে অচেতন করে তাঁর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার সেনা অফিসার

ধর্ষণের পরই গা ঢাকা দেন অভিযুক্ত সেনাকর্মী। ফোনের লোকেশন ট্রাক করেও তাঁকে ধরতে বিফল হয় পুলিস। অবশেষে মঙ্গলবার পুলিসের জালে ধরা পড়েন অভিযুক্ত কর্নেল।

বাড়িতে ডেকে বন্ধুকে অচেতন করে তাঁর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার সেনা অফিসার
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 1:01 PM

কানপুর: বন্ধুর আমন্ত্রণে স্ত্রীকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অফিসার্স মেসে। তখনও আন্দাজ করতে পারেননি বন্ধুর উদ্দেশ্য। নেশার ঘোর কাটতেই বুঝতে পারলেন সব।জানতে পারলেন, বন্ধু তাঁর পানীয়ে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে দিয়ে সেই সুযোগেই ধর্ষণ (Rape) করেছে তাঁর স্ত্রীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কানপুর (Kanpur) ক্যান্টনমেন্ট এলাকার অফিসার্স মেসে। ধর্ষণে অভিযুক্ত সেনাবাহিনীর কর্নেল নীরজ গেহলটকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিস।

পুলিস জানায়, অভিযোগকারী ও তাঁর স্ত্রীকে রবিবার নিজের মেসে আমন্ত্রণ জানিয়েছিল সেনাবাহিনীর ওই অফিসার। সুযোগ বুঝে বন্ধুর পানীয়ে কোনও নেশাদ্রব্য মিশিয়ে দেন তিনি। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি অচেতন হয়ে পড়লে জোর করে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে নীরজ। ওই মহিলা বাধা দিলে তাঁকে মারধর করার অভিযোগও উঠেছে সেনাবাহিনীর অফিসারের বিরুদ্ধে।

অভিযোগপত্র থেকেই জানা গিয়েছে, ধর্ষিতা মহিলা জন্মসূত্রে রাশিয়ান হলেও তিনি বিগত ১০ বছর ধরে ভারতেই বসবাস করছেন।

আরও পড়ুন: করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র

ধর্ষণের পরই লম্বা ছুটির দরখাস্ত দিয়ে গা ঢাকা দেন নীরজ। অন্যদিকে, ধর্ষিতা মহিলার স্বামী রবিবারই ক্যান্টনমেন্ট পুলিস স্টেশনে একটি এফআইআর দায়ের করেন। নীরজের মোবাইলের লোকেশন ট্রাক (Location Track) করে জানা যায় সোমবার সন্ধে অবধি অফিসার্স মেসের আশেপাশেই ঘোরাফেরা করছিলেন তিনি।

তাঁকে ধরতে পুলিসের একটি দল পাঠালে দেখা যায়, মেসের দরজা তালা বন্ধ। এরপরই জোর তল্লাশি শুরু করে পুলিস। বারবার পুলিসের চোখে ধোঁকা দিলেও মঙ্গলবার একটি অজ্ঞাত অঞ্চলে পালানোর আগেই তাঁকে ধরে ফেলে পুলিস।

সিআরপিসি (CRPC)-র ১৬৪ ধারার অধীনে ইতিমধ্যেই ধর্ষিতা মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে পুলিসের হাতে এখনও সেই বয়ান আসেনি।

আরও পড়ুন: অত্যাধুনিক ড্রোনের সাহায্যে পাকিস্তান থেকে আমদানি মাদক ও অস্ত্র, ধৃত ২