Manipur: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত অন্তত ১৫ স্কুল পড়ুয়া

Manipur school bus accident: বুধবার (২১ ডিসেম্বর), নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল শিক্ষার্থী ভর্তি দুটি বাস। সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Manipur: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত অন্তত ১৫ স্কুল পড়ুয়া
শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 6:33 PM

ইম্ফল: মর্মান্তিক পথ দুর্ঘটনা মণিপুরের নোনি জেলায়। বুধবার (২১ ডিসেম্বর), নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়াদের একটি বাস। সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যদিও, সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা জানানো হয়নি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, এই পর্যন্ত ২২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, মণিপুরের নোনি জেলার বিষ্ণুপুর-খুপুম রোডে। সূত্রের খবর, এদিন ইয়ারিপোকের থামবলনু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষামূলক ভ্রমণের জন্য খুপুমের দিকে যাচ্ছিল। মাঝ পথে লংসাই তুবুং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছেন চিকিৎসকদের একটি দলও। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে গিয়েছেন বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, “আজ ওল্ড কাছাড় রোডে স্কুলের শিশুদের বাস দুর্ঘটনার খবর শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। এসডিআরএফ, মেডিক্যাল টিম এবং বিধায়করা উদ্ধার অভিযানে সমন্বয় সাধনের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রার্থনা করি, বাসে থাকা সকলে যাতে সুরক্ষিত থাকে।”

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় ৩৬ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে যাচ্ছিল বাসটি। সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নোনি জেলার এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে তাদের কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে অবশ্য মৃতের সংখ্যা ১৫। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং-ও স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত মণিপুরে শিক্ষামূলক ভ্রমণ বাতিল করা হয়েছে। রাজ্যের শিক্ষা দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশায় রাস্তাঘাট ভালভাবে দেখা যাচ্ছে না। এই কারণে ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলিকে শিক্ষামূলক ভ্রমণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।