Mahua Moitra: টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ, জবাব দিলেন মহুয়া মৈত্র
BJP MP: কেবল মৌখিক অভিযোগ তোলা নয়, লোকসভা থেকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করারও দাবিও তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন তিনি। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ।
নয়া দিল্লি: মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তুলল বিজেপি। তৃণমূল সাংসদ টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ। কেবল মৌখিক অভিযোগ তোলা নয়, লোকসভা থেকে তাঁকে সাসপেন্ড করারও দাবিও তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (BJP MP)। এব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন তিনি। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ (Mahua Moitra)। দুর্নীতি নিয়ে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়ে X হ্যান্ডেলে মহুয়া মৈত্র লিখেছেন, যে কোনও তদন্তের জন্য তিনি প্রস্তুত।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরনানদানির থেকে অর্থ ও উপহার নিয়ে তিনি লোকসভায় বিশিষ্ট শিল্পপতির বিরুদ্ধে ৬১টি প্রশ্ন তুলেছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অবিলম্বে মহুয়া মৈত্রর সাংসদ পদ কেড়ে নেওয়ার দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কটাক্ষের সুরে তিনি বলেন, “তৃণমূল নেতাদের এই ধরনের কৌশলের জন্য সাধারণ মানুষের সমস্যা ও সরকারের নীতি নিয়ে আলোচনা বিলম্বিত হচ্ছে।”
BJP MP Nishikant Dubey writes to Lok Sabha Speaker Om Birla demanding to constitute an inquiry committee against TMC MP Mahua Moitra and her immediate suspension from the House alleging that ‘bribes were exchanged between Mahua Moitra and businessman Darshan Hiranandani to ask… pic.twitter.com/aLnosIhJqZ
— ANI (@ANI) October 15, 2023
নিশিকান্ত দুবের এই ধরনের অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। নিজের X হ্যান্ডেলে একের পর এক টুইট করে তীব্র কটাক্ষ করেছেন তিনি। নাম না করে বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি লিখেছেন, “ভুয়ো ডিগ্রিওয়ালা ও অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ আছে। স্পিকার সেগুলির ব্যাপারে আগে সিদ্ধান্ত নিন, তারপর আমার বিরুদ্ধে কোনও প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি।” এরপর সরাসরি দুর্নীতি নিয়ে খোঁচা দিয়ে ইডি, সিবিআইকে তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য স্বাগতও জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে ‘সম্মিলিতভাবে চক্রান্ত করা হচ্ছে’ বলেও পাল্টা অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র।
Am using all my ill gotten cash & gifts to buy a college/ university in which Degree Dubey can finally buy a real degree.
Please @ombirlakota @loksabhaspeaker finish the enquiries against him for false affidavits & then set up my enquiry committee.
— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023