BJP Video: ‘নাম বদলালে…’, ‘গজোধরের’ ভিডিয়ো পোস্ট করে ইন্ডিয়া জোটকে চরম কটাক্ষ বিজেপির, দেখুন

BJP attack INDIA alliance with a video: ভিডিয়োটির শেষে বিজেপি একটি সতর্কীকরণ জুড়ে দিয়ে দাবি করেছে, ভিডিয়োটির সঙ্গে ইউপিএ বা ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। তবে, এই ভিডিয়োর নিশানা যে ইন্ডিয়া জোটই, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। কী আছে বিজেপির এই ভিডিয়োতে?

BJP Video: 'নাম বদলালে...', 'গজোধরের' ভিডিয়ো পোস্ট করে ইন্ডিয়া জোটকে চরম কটাক্ষ বিজেপির, দেখুন
ভিডিয়ো পোস্ট করে ইন্ডিয়া জোটকে চরম কটাক্ষ বিজেপিরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 4:58 PM

নয়া দিল্লি: সোমবার রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে আলোচনার সময় দিল্লির আপ সরকারের পাশাপাশি ইন্ডিয়া জোটকেও কড়া আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার, লোকসভার অনাস্থা প্রস্তাবের আলোচনার সময় কংগ্রেস সঙ্গে এই জোটের বাকি দলগুলির তিক্ত ইতিহাসের প্রসঙ্গ তুলে ইন্ডিয়া জোটকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। সংসদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও, ইন্ডিয়া জোটকে লাগাতার আক্রমণ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এদিন, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই এক ভিডিয়ো প্রকাশ করে বিজেপি বলেছে, “নাম বদলনে সে কাম নহি বদলতা” (নাম বদলালে কাজ বদলায় না)।

ভিডিয়োটির শেষে বিজেপি একটি সতর্কীকরণ জুড়ে দিয়ে দাবি করেছে, ভিডিয়োটির সঙ্গে ইউপিএ বা ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। তবে, এই ভিডিয়োর নিশানা যে ইন্ডিয়া জোটই, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। কী আছে বিজেপির এই ভিডিয়োতে? ভিডিয়োটিতে বিজেপি একটি স্কুলের ক্লাসের দৃশ্য দেখিয়েছে। গজোধর নামে এক ছাত্রকে ‘গদোহর’ বলে খেপায় ক্লাসের সকলে। ১০০ নম্বরের পরীক্ষায় সে ০ পায়। হতাশ ছাত্রটি ছুটে যায় তার মায়ের কাছে। অবস্থা পরিবর্তনের জন্য আবদায় জানায় সে। মা বলেন, তার নাম বদলে দিলেই সব ঠিক হয়ে যাবে। ফলে গজধরের নাম হয় ইন্দর সিং। নতুন নামের জোরে তার আত্মবিশ্বাস বাড়ে। ক্লাসে বসে সে দিবাস্বপ্ন দেখতে শুরু করে যে সে ১০০-য় নম্বরের মধ্যে ১০০-ই পেয়েছে। তখনই শিক্ষক তাঁকে চক ছুড়ে জাগিয়ে তোলেন। সে দেখে, সে আবার ১০০ নম্বরের মধ্যে ০ পেয়েছে।

কংগ্রেসকে কেন্দ্র করে, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের পর ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ জোট গঠন করা হয়েছিল। এই জোট পরপর দুইবার সরকার গঠন করেছিল। তবে, ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে তাদের ভরাডুবি হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২৬ বিরোধী দল নতুন করে জোট বেঁধেছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। স্পষ্টতই বিরোধীদের জোটের এই নাম বদলকেই, এই ভিডিয়োর মাধ্যমে কটাক্ষ করা হয়েছে। বিজেপি বলতে চেয়েছে, ২০২৪ লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং বিরোধী দলগুলি ফলাফল ২০১৪ এবং ২০১৯-র মতোই হবে।