‘বাংলাদেশে ১০০ আসনে জিতবে কংগ্রেস’, তোপ দাগল বিজেপি

সোমবার নির্বাচনী প্রচারে অসমের কংগ্রেস প্রেসিডেন্ট রিপুন বোরা (Ripun Bora) বলেছিলেন, "আসন্ন নির্বাচনে কংগ্রেস ও জোটসঙ্গীরা যে সুনামি তুলবে, তাতে বিজেপি রাজ্য থেকে ধুয়ে-মুছে যাবে।" এরই জবাব দেন বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

'বাংলাদেশে ১০০ আসনে জিতবে কংগ্রেস', তোপ দাগল বিজেপি
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 1:18 PM

গুয়াহাটি: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম অসমের রাজনৈতিক মহল। রাজ্য কার দখলে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই লড়াই শুরু করেছে কংগ্রেস ও বিজেপি। দুদিন আগেই কংগ্রেসের তরফে দাবি করা হয়, আসন্ন নির্বাচনে কংগ্রেসের সুনামিতে ধুয়ে মুছে যাবে বিজেপি (BJP)। মঙ্গলবার এরই জবাবে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, “কংগ্রেসের সুনামি কেবল বাংলাদেশেই উঠতে পারে”।

সোমবার নির্বাচনী প্রচারে অসমের কংগ্রেস প্রেসিডেন্ট রিপুন বোরা (Ripun Bora) বলেন, “আসন্ন নির্বাচনে কংগ্রেস ও জোটসঙ্গীরা যে সুনামি তুলবে, তাতে বিজেপি রাজ্য থেকে ধুয়ে-মুছে যাবে।” এর জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “একমাত্র বাংলাদেশেই কংগ্রেস ১০০টি আসন জিততে পারে।”

মঙ্গলবার সেই মন্তব্যের রেশ ধরেই ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা। তিনি বলেন, “কংগ্রেসের পক্ষে একমাত্র বাংলাদেশেই নির্বাচনে সুনামি তোলা সম্ভব। রিপুন বোরার জানা উচিত, সুনামি কেবল সমুদ্রেই আসে, নদীতে নয়। আমরা ব্রহ্মপুত্রের পাশে বসবাস করি। বাংলাদেশের পাশে রয়েছে সমুদ্র, সুতরাং রিপুন বোরার সুনামি কেবল বাংলাদেশেই আসতে পারে। আমরা নদীর পাড়ের বাসিন্দা এবং নদীর শীতল বাতাসই উপভোগ করব।”

আরও পড়ুন: প্রতিরক্ষায় ১৩০০ কোটি খরচের ঘোষণা রাজনাথের, আত্মনির্ভর ভারতের নয়া ‘উড়ান’

আগামী এপ্রিল-মে মাসেই অসমে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী কমিশনারও রাজ্য সফরে এসে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। রাজ্যসফরে এসে নির্বাচনী প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রচারে ভূমিপুত্রদের জমির পাট্টা বিলি করে অধিকার ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের জন্য লোকসভার সাংসদ বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ(AIUDF), কয়েকটি বাম সংগঠন ও একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। বাঙালি মুসলিমদের মধ্যে এআইইউডিএফ-র জনপ্রিয়তাকে কটাক্ষ করেই হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগত আক্রমণ করে বলেন, “যদি আজমলের দল ধর্মনিরপেক্ষ হয়, তবে কংগ্রেস নেতা রিপুন বোরার উচিত তাঁকে কোলে বসিয়ে আজমলের পদবি ব্যবহার করা”।

আরও পড়ুন: অভিনেতা দীপ সিধুর খোঁজ দিলে মিলবে ১ লাখ টাকা, ঘোষণা দিল্লি পুলিশের