TV9 Festival of India: টিভি৯-এর ফেস্টিভ্যালে হাজির হয়ে গান গাইলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, দেখুন ভিডিয়ো
BJP’s MP Manoj Tiwari's song: মনোজ তিওয়ারি একাধারে রাজনীতিক, অভিনেতা এবং ভোজপুরী গায়ক। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে জনগণের উন্মাদনা নেহাত কম নয়। এবার টিভি৯-এর ফেস্টিভ্যালে এসে গান ধরলেন শিল্পী। দুর্গাপুজো দেখতে এসে কাছ থেকে সাংসদ-শিল্পীর গান শুনতে পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত সকলে।
মনোজ তিওয়ারি একাধারে রাজনীতিক, অভিনেতা এবং ভোজপুরী গায়ক। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে জনগণের উন্মাদনা নেহাত কম নয়। এবার টিভি৯-এর ফেস্টিভ্যালে এসে গান ধরলেন শিল্পী। দুর্গাপুজো দেখতে এসে কাছ থেকে সাংসদ-শিল্পীর গান শুনতে পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত সকলে। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের পাশে দাঁড়িয়েই ভক্তিগীতি করেন তিনি। যা ষষ্ঠীর সন্ধ্যায় টিভি৯ ফেস্টিভ্যালের আমেজকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। যেন এটাই দেবী দুর্গার দেওয়া এদিনের উপহার।
সাংসদ মনোজ তিওয়ারি কেবল গান শোনাননি, দেবী দুর্গার কাছে পুজো নিবেদনও করেন। সকলের মঙ্গলকামনাতেই তিনি এই পুজো দিলেন বলে জানিয়েছেন। আবার সপ্তমীরা রাতে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় হাজির হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সাংসদ তথা ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই, কংগ্রেস নেতা পবন খেরা-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এঁদের সকলকে একসঙ্গে গল্প করতেও দেখা যায়।