TV9 Festival of India: টিভি৯-এর ফেস্টিভ্যালে হাজির হয়ে গান গাইলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, দেখুন ভিডিয়ো

BJP’s MP Manoj Tiwari's song: মনোজ তিওয়ারি একাধারে রাজনীতিক, অভিনেতা এবং ভোজপুরী গায়ক। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে জনগণের উন্মাদনা নেহাত কম নয়। এবার টিভি৯-এর ফেস্টিভ্যালে এসে গান ধরলেন শিল্পী। দুর্গাপুজো দেখতে এসে কাছ থেকে সাংসদ-শিল্পীর গান শুনতে পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত সকলে।

TV9 Festival of India: টিভি৯-এর ফেস্টিভ্যালে হাজির হয়ে গান গাইলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, দেখুন ভিডিয়ো
টিভি৯ ফেস্টিভ্যালে এসে গান গাইলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়াড়ি।Image Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 1:27 AM

নয়া দিল্লি: দেবীর বোধনের দিনই টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের হাতে উদ্বোধন হয়েছিল টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার । উদ্বোধনের সময় থেকেই নজর কেড়েছিল এই ফেস্টিভ্যাল। তারপর যত সময় এগিয়েছে, ততই জনপ্রিয় হয়ে উঠেছে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ নেটওয়ার্কের দুর্গোৎসব। তবে ষষ্ঠীর সন্ধ্যায় এই ফেস্টিভ্যালে আনন্দের আমেজ যেন দ্বিগুণ হয়ে গেল। টিভি৯ ফেস্টিভ্যালে (TV9 Festival of India) এসে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে গান গাইলেন বিজেপি সাংসদ তথা বিশিষ্ট শিল্পী মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।

মনোজ তিওয়ারি একাধারে রাজনীতিক, অভিনেতা এবং ভোজপুরী গায়ক। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে জনগণের উন্মাদনা নেহাত কম নয়। এবার টিভি৯-এর ফেস্টিভ্যালে এসে গান ধরলেন শিল্পী। দুর্গাপুজো দেখতে এসে কাছ থেকে সাংসদ-শিল্পীর গান শুনতে পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত সকলে। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের পাশে দাঁড়িয়েই ভক্তিগীতি করেন তিনি। যা ষষ্ঠীর সন্ধ্যায় টিভি৯ ফেস্টিভ্যালের আমেজকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। যেন এটাই দেবী দুর্গার দেওয়া এদিনের উপহার।

সাংসদ মনোজ তিওয়ারি কেবল গান শোনাননি, দেবী দুর্গার কাছে পুজো নিবেদনও করেন। সকলের মঙ্গলকামনাতেই তিনি এই পুজো দিলেন বলে জানিয়েছেন। আবার সপ্তমীরা রাতে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় হাজির হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সাংসদ তথা ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই, কংগ্রেস নেতা পবন খেরা-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এঁদের সকলকে একসঙ্গে গল্প করতেও দেখা যায়।