নাচছেন, খেলছেন অথচ ভ্যাকসিন নিলেন বাড়িতে বসে! প্রশ্নের মুখে প্রজ্ঞা
বয়স্ক বা প্রতিবন্ধীদের ক্ষেত্রেই এ ভাবে বাড়িতে ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে মধ্যপ্রদেশে।
ভোপাল: কিছুদিন আগেই বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে দেখা যায় বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচছেন বিজেপি সাংসদ। আর এ বার সেই প্রজ্ঞা ঠাকুরের আর একটি ভিডিয়ো ঘিরে বাড়ল বিতর্ক। গানের তালে পা মিলিয়েছিলেন যে সাংসদ, তিনি ভ্যাকসিন নিলেন বাড়িতে বসেই। অসুস্থ বা প্রতিবন্ধীদের যে নিয়মে বাড়িতে ভ্যাকসিন দেওয়া হয়, সেই নিয়মেই ভ্যাকসিন নিয়েছেন প্রজ্ঞা। আর সেখানেই উঠেছে প্রশ্ন। যিনি নাচতে পারেন, তাঁকে বাড়িতে ভ্যাকসিন দেওয়ার কী প্রয়োজন? শুধু নাচের নয়, এর আগে তাঁর বাস্কেটবল খেলার একটি ভিডিয়োও ভাইরাল হয়।
মধ্যপ্রদেশের ইমিউনাইজেশন অফিসার সন্তোষ শুক্লা বলেন, ‘আমাদের পলিসি অনুযায়ী, বয়স্ক বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বাড়িতে ভ্যাকসিন দেওয়ার নিয়ম রয়েছে। তাই এ ক্ষেত্রে কোনও নিয়ম ভঙ্গ হয়নি।’ কিন্তু এই ঘটনায় বিতর্কের মুখে পড়তে হয়েছে প্রজ্ঞাকে। প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘ভোপালের সাংসদ, কয়েকদিন আগেই যাঁকে বাস্কেটবল খেলতে দেখা গিয়েছিল, ঢোলের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল, তাঁকে বাড়িতে ভ্যাকসিন দেওয়া হল।
কংগ্রেস নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা শিবরাজ সিং চৌহানের মতো বিজেপি নেতারা যখন হাসপাতালে যাচ্ছেন টিকা নিতে, তখন এনার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?’
अभी कुछ दिन पूर्व ही बास्केट बॉल खेल रही व ढोल की थाप पर नृत्य कर रही हमारी भोपाल की सांसद प्रज्ञा ठाकुर ने आज घर टीम बुलाकर वैक्सीन का डोज़ लगवाया ?
मोदीजी से लेकर शिवराजजी व तमाम भाजपा नेता अस्पताल में जाकर वैक्सीन लगवा कर आये लेकिन हमारी सांसदजी को यह छूट क्यों व किस आधार पर? pic.twitter.com/QYEN4eNiV2
— Narendra Saluja (@NarendraSaluja) July 14, 2021
বরাবরই বিতর্কে থাকেন এই বিজেপি সাংসদ।মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা দীর্ঘদিন জেলে কাটিয়েছেন। ২০১৭ তে জামিনে মুক্তি পান তিনি। ২০১৯-এ সাংসদও হন প্রজ্ঞা। কয়েকদিন আগে বিয়েবাড়িতে গানের তালে নাচতে দেখা যায় তাঁকে। অথচ অসুস্থতার অজুহাতে আদালতে হাজিরা দেননি তিনি। আর সেই সাংসদকে বিয়ে বাড়িতে নাচতে দেখেও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। আরও পড়ুন: ‘ধর্মীয় ভাবাবেগ নয়, বাঁচার অধিকার সবার আগে’, প্রতীকী কানওয়ার যাত্রাতেও ‘না’ সুপ্রিম কোর্টের