কিসান পঞ্চায়েতের পাল্টা কিসান সংবাদ, নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক যোগী সরকারের
উত্তর প্রদেশে বিজেপি কিসান মোর্চার প্রধান এই বিষয়ে জানান, দলের প্রতিনিধিরা সরাসরি কৃষকদের কাছে গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরবে এবং কৃষি আইনের উপকাকরিতা সম্পর্কেও বোঝাবেন।
লখনউ: কৃষক আন্দোলন(Farmers Protest)-র পাল্টা জবাব দিতে প্রস্তুত বিজেপি (BJP)। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে “কিসান সংবাদ”(Kisan Samvad)-র আয়োজন করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে যেতেই আগামী ১৬ থেকে ২৩ অগস্ট অবধি এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গতবছরের নভেম্বর মাস থেকে দেশজুড়ে যে কৃষক আন্দোলন শুরু হয়েছে, তার প্রভাব বিজেপির জনপ্রিয়তাতেও পড়েছে, কারণ কৃষকরা সরাসরি বিজেপি সরকারকেই নিশানা বানিয়েছিল। উত্তর প্রদেশেও কৃষক নেতা রাকেশ তিকাইতের নেতৃত্বে আন্দোলন চলছে। কিসান পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের একজোট করছে বিকেইউ সংগঠন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগেই উত্তর প্রদেশের পশ্চিমাংশে কৃষকদের সমর্থন ফিরে পেতেই বিজেপির তরফে এই প্রচেষ্টা।
উত্তর প্রদেশে বিজেপি কিসান মোর্চার প্রধান এই বিষয়ে জানান, দলের প্রতিনিধিরা সরাসরি কৃষকদের কাছে গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরবে এবং কৃষি আইনের উপকাকরিতা সম্পর্কেও বোঝাবেন। ইতিমধ্যেই ১০৪টি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ৪০ জন বিজেপি নেতার দল সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন ও কথা বলবেন। প্রতিনিধি দলে রাড্যের মন্ত্রীরাও থাকবেন।
বিস্তারিত কর্মসূচি সম্পর্কে কামেশ্বর সিং বলেন, “একজন নেতা চারটি বিধানসভা অঞ্চলে যাবেন এবং সারাদিন সেখানেই কাটাবেন। তারা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যাগুলি শুনবেন।” রাজ্যে এই ধরনের কর্মসীচির প্রয়োজনীয়তা সম্পর্কে মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানান, সরকার কৃষকদের জন্যই কাজ করেছে। রাজ্যে রেকর্ড পরিমাণ এমএসপি পেয়েছেন কৃষকরা। জল, ইউরিয়া সহ চাষবাসের কাজে নানা সাহায্য করা হয়েছে সরকারের তরফে। এত উন্নয়নের পরও যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা একদিন ব্যর্থ হবেনই। আরও পড়ুন: বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, বানভাসী বারাণসীর হাল-হকিকত জানলেন প্রধানমন্ত্রী