এবার বিতর্কে ব্রিজভূষণের ছেলে, বিজেপি প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ২, আহত আরও ২
Karan Bhushan Singh's Car Accident: দুর্ঘটনার সময় গাড়িতে করণ ভূষণ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে গাড়ির চালককে। তবে পুলিশের প্রাথমিক রিপোর্টে বিজেপি প্রার্থীর নাম উল্লেখ নেই বলেই জানা গিয়েছে।
লখনউ: আবার বিতর্কে বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিং। এবার তাঁর ছেলের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। জানা গিয়েছে, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সরণ সিংয়ের ছেলে, করণ ভূষণ সিং, যিনি এবারের বিজেপি প্রার্থীও, তাঁর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুইজনের। গুরুতর জখম আরও একজন। দুর্ঘটনার পরই অশান্তি ছড়িয়েছে এলাকায়। গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। শেষে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।
এ দিন উত্তর প্রদেশের গোন্দায় পথ দুর্ঘটনাটি ঘটে। কাইসারগঞ্জের বিজেপি প্রার্থী প্রচারে বের হয়েছিলেন। গোন্দার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে তাঁর কনভয়ের একটি গাড়ি এসে ধাক্কা মারে একটি বাইকে। দুই আরোহীই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। গাড়ির ধাক্কায় আহত হন আরও কয়েকজন পথচারী। যে ফরচুনার গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়িটিও ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরচুনার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
দুর্ঘটনার সময় গাড়িতে করণ ভূষণ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে গাড়ির চালককে। তবে পুলিশের প্রাথমিক রিপোর্টে বিজেপি প্রার্থীর নাম উল্লেখ নেই বলেই জানা গিয়েছে।
এদিকে, বিজেপি প্রার্থীর কনভয়ের ধাক্কায় দুই পথচারীর মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকা জুড়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এখনও বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।
প্রসঙ্গত, মহিলা কুস্তিগীরদের হেনস্থা মামলায় নাম জড়িয়েছে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের। বিতর্কের জেরেই এবার বিজেপির তরফে ব্রিজভূষণকে টিকিট দেওয়া হয়নি। তাঁর বদলে কাইসারগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁর ছেলে করণকে। ব্রিজভূষণের আরেক ছেলে, প্রতীক ভূষণ গোন্দা সদর আসনের বিজেপি বিধায়ক।