Arvind Kejriwal: ভাড়া লাগে না বলেই কি মহিলাদের তুলছেন না বাস চালকরা? ভিডিয়ো পোস্ট করে প্রশ্ন খোদ কেজরীবালের
টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, “যেহেতু মহিলারা বিনামূল্যে বাসযাত্রা করতে পারেন, তাই কিছু বাসচালক মহিলা যাত্রীদের দেখে বাস থামাচ্ছেন না বলে অভিযোগ এসেছে। এই কাজ সহ্য করা হবে না। অভিযুক্ত বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
নয়াদিল্লি: আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দিল্লির বাস চালকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন। দিল্লির সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা ইতিমধ্যেই করেছে কেজরীর সরকার। কিন্তু মহিলা যাত্রীদের দেখে অনেক বাস চালক বাসস্টপে বাস থামাচ্ছেন না বলে অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার এ নিয়ে একটি ভিডিয়ো টুইট করেছেন কেজরীবাল। সেই টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, “যেহেতু মহিলারা বিনামূল্যে বাসযাত্রা করতে পারেন, তাই কিছু বাসচালক মহিলা যাত্রীদের দেখে বাস থামাচ্ছেন না বলে অভিযোগ এসেছে। এই কাজ সহ্য করা হবে না। অভিযুক্ত বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
কেজরীবালের আপলোড করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লির একটি বাসস্টপে দাঁড়িয়ে রয়েছেন তিন জন মহিলা যাত্রী। একটি সরকারি বাস এসে দাঁড়ালো সেখানে। এক জন বাস থেকে নামলেন সেখানে। বাসস্টপ থেকে একটু এগিয়ে বাসটি দাঁড়ানোয় সেখানে অপেক্ষা করা তিন মহিলা যাত্রী এগিয়ে গেলেন বাস ধরার জন্য। বাসটিকে দাঁড়ানোর জন্য হাতও দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু বাসটি দাঁড়ায়নি। ওই মহিলা যাত্রীদের না নিয়েই চলে গেল বাসটি। ওই তিন মহিলা হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন।
ऐसी शिकायतें आ रही हैं कि कुछ ड्राइवर महिलाओं को देखकर बस नहीं रोकते क्योंकि महिलाओं का सफ़र फ़्री है। इसे बिल्कुल बर्दाश्त नहीं किया जाएगा। इस बस ड्राइवर के ख़िलाफ़ सख़्त एक्शन लिया जा रहा है। pic.twitter.com/oqbzgMDoOB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 18, 2023
জানা গিয়েছে, কেজরীর টুইট করা ভিডিয়োয় যে বাসটি দেখা গিয়েছে, সেই বাসের চালককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। দিল্লির পরিবহণ এবং আইনমন্ত্রী কৈলাস গেহলট জানিয়েছেন, অভিযুক্ত বাসচালককে ডিউটি থেকে সরিয়ে দেওয়ার কথা। এ প্রসঙ্গে এক টুইটে দিল্লিপ পরিবহণমন্ত্রী লিখেছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অভিযুক্ত বাসচালককে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”