PLI Scheme: তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্পে বিনিয়োগ টানতে উদ্যোগ, পিএলআই স্কিমে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Ashwini Vaishnaw: বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্পের জন্য এই স্কিমে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আকর্ষিত করা এবং ভারতীয় সংস্থাগুলির সক্ষমতা তুলে ধরতেই এই পদক্ষেপ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
নয়াদিল্লি: ভারতে আরও বেশি করে শিল্প আসুক। এই লক্ষ্যের কথা একাধিক বার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল মোদীর সরকারের নেতৃত্বাধীন ভারত। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্পের জন্য এই স্কিমে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আকর্ষিত করা এবং ভারতীয় সংস্থাগুলির সক্ষমতা তুলে ধরতেই এই পদক্ষেপ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আগামী ৬ বছরের জন্য ১৭ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।
মোদী সরকারের মন্ত্রিসভার আইটি হার্ডওয়্যার শিল্পের জন্য পিএলআই স্কিম অনুমোদনের বিষয়টি টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনও করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার গত ৯ বছরে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার ছাড়িয়েছে। সেই প্রবণতা বজায় রাখতে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যারের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।” তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, অল-ইন ওয়ান কম্পিউটার, সার্ভার এবং অন্যান্য ইলেক্ট্রনিক্স উৎপাদনে এই স্কিম প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। এই স্কিমের পূর্ববর্তী একটি ভার্সন চালু ছিল বলেও জানিয়েছেন তিনি। বুধবার তা পূর্ণরূপে চালুর অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভা করেছেন বলে জানিয়েছেন তিনি।
Josh is high! Industry champions lauded PM @narendramodi Ji’s Cabinet decision on PLI scheme for IT Hardware. pic.twitter.com/XNLNmK0V12
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) May 17, 2023
টেলিকম শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন ইলেক্ট্রনিক্স দ্রব্যের উৎপাদনে জোর দিতে চাইছে কেন্দ্র। সেই লক্ষেই পিএলআই স্কিম চালুর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হল। এ ব্যাপারে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “টেলিকম উৎপাদন শিল্পে বিনিয়োগ অনেক বেড়েছে। ৯০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হলেও তা ১৬০০ কোটি ছাড়িয়েছে। ভারতীয় সংস্থা ছাড়াও অন্য দেশের সংস্থা থেকেও বিনিয়োগ এসেছে। এই ধারাবাহিকতা তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার শিল্পেও বজায় রাখতে এই স্কিম চালু হল।”