CBSE 10th Results 2021: দ্রুতই ফল ঘোষণা হবে সিবিএসই-র
cbseresults.nic.in ও results.gov.in থেকেও পরীক্ষার ফল দেখা যাবে। এর জন্য পরীক্ষার্থীর নাম এবং ডেট অফ বার্থ দিতে হবে।
নয়া দিল্লি: দ্রুতই ফল প্রকাশ করতে চলেছে সিবিএসই। ১০ম শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হবে। অপেক্ষায় রয়েছে বহু পড়ুয়া। অনলাইনে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট প্রকাশের পর cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
করোনার দাপটে গত এক বছরের বেশি সময় ধরে শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত। এবার বিকল্প মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইতিমধ্যেই বোর্ডের রেজাল্ট ওয়েবসাইট পরিবর্তিত হয়েছে। অনেকে মনে করছে রেজাল্ট প্রকাশ করতে আর বেশি সময় বাকি নেই।
অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে অজস্র পড়ুয়া। নতুন পদ্ধতিতে কেমন রেজাল্ট হবে তা জানার জন্য উন্মুখ হয়ে বসে আসে সবাই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
cbseresults.nic.in ও results.gov.in থেকেও পরীক্ষার ফল দেখা যাবে। এর জন্য পরীক্ষার্থীর নাম এবং ডেট অফ বার্থ দিতে হবে। অপেক্ষার অবসান। দ্রুতই রেজাল্ট প্রকাশ করতে চলেছে সিবিএসই। আরও পড়ুন: খাতায় কলমেই হচ্ছে অধিবেশন! সংসদের অচলাবস্থা কাটাতে বিরোধীদের কাছে আর্জি কেন্দ্রের